চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বয়স ভিত্তিক জাতীয় দলে হাটহাজারীর জমির ও রানা

২৪ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ১৫টি উপজেলার মধ্যে অন্তত: ক্রীড়াঙ্গনে বাকি সবাইকে ছাড়িয়ে গেছে উত্তরের একটি উপজেলা হাটহাজারী। শহর থেকে ২০ কিলোমিটার দুরে অবস্থিত এই উপজেলার অন্তত: ২৫ থেকে ৩০ ফুটবলার বর্তমানে ঢাকা চট্টগ্রামের বিভিন্ন লিগে অংশ নিচ্ছে। জাতীয় দলে খেলেছেন হাটহাজারীর ছেলে জাহিদ। তারই ধারাবাহিকতায় এবারের বাংলাদেশ বয়স ভিত্তিক জাতীয় দলে ঠাই করে নিয়েছেন হাটহাজারীর প্রতিশ্রুতিশীল দুই ফুটবলার মাদার্শার মো. জমির উদ্দিন ও চিকনদন্ডী ইউনিয়নের সিরাজুল ইসলাম রানা। এরা দুজনেই চিটাগাং ফুটবল একাডেমির ছাত্র। সাবেক ফুটবলার আবু সরোয়ার (গোলকিপার) এই একাডেমির প্রতিষ্ঠাতা এবং প্রশিক্ষক। ঐতিহ্যবাহী ফতেয়াবাদ হাই স্কুল মাঠে চলে এই একাডেমির অনুশীলন। এই একাডেমির প্রশিক্ষনার্থীদের নিয়েই গঠিত মাদার্শা একাদশ প্রত্যেক বছর বিভিন্ন লিগ ও টুর্নামেন্টে অংশ নেয়। এছাড়া বর্তমানে ঢাকায় অনুষ্ঠানরত অনূর্ধ্ব-১৮ ফুটবলে ৩টি দলে খেলছেন হাটহাজারীর ৫ ফুটবলার। এদের মধ্যে নোফেল স্পোর্টিং-এ রয়েছেন রিফাত, বক্কর ও শিবলু, শেখ জামালে মিরাজ এবং ব্রাদার্স ইউনিয়নে রিসাত।

মো. জমির উদ্দিন বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দলের হয়ে সাফ ফুটবলে অংশ নিয়ে বর্তমানে নেপালে অবস্থান করছেন। এছাড়া সিরাজুল ইসলাম রানা এফ এফ সি অনূর্ধ্ব-১৬ দলের হয়ে কাতারে খেলতে গেছেন। তাদের সাফল্যে গর্বিত হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাফর এবং খেলোয়াড় সমিতির সভাপতি সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন ফোরকান পৃথক পৃথক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট