চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়া

ক্যারমের প্রথম রাউন্ডের বেশ কয়েকটি খেলা সম্পন্ন

২৩ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়ার ক্যারমের প্রথমদিনে গতকাল বেশ কয়েকটি খেলা সম্পন্ন হয়েছে।

অনুর্ধ্ব পঞ্চাশ ক্যারম এককে ক গ্রুপ থেকে সাইদুল আজাদ, রেজাউল করিম, খ গ্রুপ থেকে সাইদুল ইসলাম, আলমগীর সবুজ, অনিন্দ্য টিটো, গ গ্রুপ থেকে কামাল উদ্দিন খোকন, আলতাফ মিয়া, ঘ গ্রুপ থেকে নজরুল ইসলাম, মিহরাজ রায়হান প্রতিপক্ষের বিরুদ্ধে জয়লাভ করেছেন। অনুর্ধ্ব পঞ্চাশ ক্যারম দ্বৈতে ফারুক তাহের-রেজা মুজাম্মেল জুটি প্রতিপক্ষকে হারিয়ে পরবর্তী রাউ-ে উন্নীত হয়েছেন। এদিকে পঞ্চাশোর্ধ ক্যারম এককে ক গ্রুপ থেকে নুর উদ্দিন আহমদ, খ গ্রুপ থেকে সান্টু কুমার দাশ ও রোকসারুল ইসলাম, চ গ্রুপ থেকে কুতুব উদ্দিন চৌধুরী প্রতিপক্ষকে হারিয়ে পরবর্তী রাউন্ডে উঠেছেন। খেলা পরিচালনা করেন পরিচালনা উপ-কমিটির আহবায়ক ও প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়–য়া দেবু, সদস্য নজরুল ইসলাম, তমাল চৌধুরী, নির্মল চন্দ্র দাশ, আবু জাফর মো. হায়দার, খোরশেদুল আলম শামীম, আলীউর রহমান, রাজেশ চক্রবর্তী এবং জসীম উদ্দিন ছিদ্দিকী। আজ সোমবার পরবর্তী রাউন্ডের খেলাসমূহ অনুষ্ঠিত হবে। এতে অনুর্ধ্ব পঞ্চাশ ক্যারম এককে ক গ্রুপে মোহাম্মদ শামসুল ইসলাম, সাইদুল আজাদের মুখোমুখি হবেন। একই বিভাগের দ্বৈতে নজরুল ইসলাম-রতন বড়–য়া জুটি অনিন্দ্য টিটো-আহমেদ কুতুব জুটির প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে পঞ্চাশোর্ধ ক্যারম এককে ক গ্রুপ থেকে আবুল কালাম বেলাল এবং শেখর ত্রিপাঠি, ঘ গ্রুপ থেকে শহীদ উল আলম এবং নুরুল আমিন, স ম ইব্রাহীম এবং রনজিত কুমার দে, ঙ গ্রুপ থেকে জামালুদ্দীন ইউছুফ-হাফিজ রশিদ খান, চ গ্রুপ থেকে দেবপ্রসাদ দাস এবং এম নাসিরুল হক, ছ গ্রুপ থেকে সাইফুদ্দিন মো. খালেদ এবং রাশেদ মাহমুদ, মো. আইয়ুব আলী এবং বশির আহামদ, প্রভাত বড়–য়া এবং অঞ্জন কুমার সেন, জ গ্রুপ থেকে শহীদুল ইসলাম এবং সিরাজুল করিম মানিক, রূপম চক্রবর্তী এবং বিপুল বড়–য়া, পংকজ কুমার দস্তিদার এবং আসিফ সিরাজ পরস্পরের মোকাবেলা করবেন। একই বিভাগের দ্বৈতে ক গ্রুপ থেকে শহীদুল ইসলাম-সঙ্গী জুটি রাশেদ মাহমুদ-সঙ্গী জুটির, গ গ্রুপ থেকে বিপুল বড়–য়া-বাবুল চৌধুরী জুটি অমিত বড়–য়া-সঙ্গী জুটির, বশির আহমদ-তপন দাশবর্মন জুটি ফারুক ইকবাল-সুভাষ কারণ জুটির মুখোমুখি হবেন। প্রেস ক্লাব বার্ষিক ক্রীড়ার ক্যারমে অংশগ্রহণকারীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়–য়া দেবু অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট