চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

অতিষ্ঠ সাক্ষী

২২ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৮ পূর্বাহ্ণ

মাঝেমধ্যে মনে হয়, চাঁদনী রাতে লোডশেডিং হলে মন্দ হতো না। কিন্তু এসব অল্প সময়ের চিন্তা। ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং হলে অসন্তুষ্ট হন না, এ রকম লোক পাওয়া কঠিন। মহেন্দ্র সিংহ ধোনির স্ত্রী সাক্ষীর বেলায়ও কথাটি প্রযোজ্য। গত বৃহস্পতিবার টানা পাঁচ ঘণ্টা লোডশেডিং ছিল ধোনির বাড়িতে। তারপর সোশ্যাল সাইট টুইটারে লোডশেডিং নিয়ে নিজের বিরক্তির কথা প্রকাশ করেছেন সাক্ষী। পোস্টে রাঁচীতে নিত্যদিনের লোডশেডিংয়ের বিষয়টি তুলে ধরে তিনি লিখেছেন, ‘রাঁচির লোকজন প্রতি দিন লোডশেডিংয়ের মুখোমুখি। রোজ গড়ে চার থেকে সাত ঘণ্টা লোডশেডিং হচ্ছে।’ টুইটে সাক্ষী আরও লিখেছেন, ‘এখন কোনো উৎসব নেই। আবহাওয়াও ভালো। তা সত্ত্বেও প্রতিদিন কেন লোডশেডিং? আশা করছি কর্তৃপক্ষ এই সমস্যার সমাধানে এগিয়ে আসবেন।’ এই টুইট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট