চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

‘অবশ্যই ফাইনালের বাংলাদেশ দল আলাদা’

স্পোর্টস ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০১৯ | ২:১০ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে রয়েছে আফগানিস্তান ক্রিকেট দল। শুধু র‌্যাংকিং বিবেচনায়ই নয়, মুখোমুখি পরিসংখ্যানেও ১০ নম্বরে থাকা বাংলাদেশের চেয়ে পরিষ্কার ব্যবধানে গিয়ে ৭ নম্বরে থাকা আফগানিস্তান। এর প্রমাণ তারা দিয়েছে চলতি ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম লেগের ম্যাচে বাংলাদেশকে ২৫ রানের ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। তবে ম্যাচে দুই দলের পারফরম্যান্সের ব্যবধানটা ছিলো আরও বেশি। এ সিরিজে আরও দুইবার মুখোমুখি হবে আফগানিস্তান ও বাংলাদেশ। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় লেগের ম্যাচের পর, মঙ্গলবার ঢাকায় হবে ফাইনাল। প্রথম লেগের ম্যাচে বাংলাদেশকে সহজে হারালেও, ফাইনাল ম্যাচটি ভিন্ন হবে বলে মনে করছেন আফগানিস্তানের ব্যাটিং কোচ নওরোজ মঙ্গল। দেশটির সাবেক অধিনায়ক নওরোজের মতে, লিগ ম্যাচে যেমনই খেলুক বাংলাদেশ, ফাইনাল ম্যাচে অবশ্যই ভিন্ন রুপ দেখা যাবে স্বাগতিক। চট্টগ্রামে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপের এক ফাঁকে ফাইনাল সম্পর্কে নওরোজ বলেন, ‘হ্যাঁ, অবশ্যই ফাইনালের বাংলাদেশ আলাদা। বাংলাদেশ অবশ্যই ভালো দল। তাদের স্কোয়াড যথেষ্ট শক্তিশালী। আমাদের বিপক্ষে তাদের পরিকল্পনা আছে অবশ্যই, তাদের বিপক্ষেও আমাদের পরিকল্পনা আছে।’ এদিকে বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের জয়ের পরই নিশ্চিত হয়ে গেছে ফাইনাল খেলবে কোন দুই দল। ফলে শুক্র ও শনিবারের ম্যাচ দুইটির ত্রিদেশীয় সিরিজে কোনো মূল্য নেই। তবে এই অর্থহীন দুই ম্যাচের মধ্যেই বৃহত্তর স্বার্থ খুঁজে নিতে চান আফগান ব্যাটিং কোচ। সেটি হলো আগামী বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ। নওরোজ বলেন, ‘আমরা ফাইনালে পৌঁছে গেছি। তাই বলে ম্যাচটিকে সহজভাবে নিচ্ছি না। আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ। আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট