চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়া ক্যারমের প্রথম রাউন্ডের খেলা রবিবার শুরু

২০ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়ার ক্যারম এককের প্রথম রাউ-ের খেলাসমূহ আগামী ২২ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টায় প্রেস ক্লাবের গেইমরুমে শুরু হচ্ছে। এতে অনুর্ধ্ব পঞ্চাশ এককের ক, খ, গ এবং ঘ গ্রুপের প্রথম রাউন্ডের ১০ টি ম্যাচ, একই গ্রুপের ক্যারম দ্বৈতের ১ টি ম্যাচ, ক্যারম একক (পঞ্চাশোর্ধ) ৬ টি ম্যাচসহ সর্বমোট ১৭ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

অনুর্ধ্ব পঞ্চাশ এককে প্রথমদিন সাইদুল আজাদ-আরিফ রায়হান, রেজাউল করিম-নিজাম হায়দার সিদ্দিকী, অনিন্দ্য টিটো-এনামুল হক, রেজা মুজাম্মেল-সাইদুল ইসলাম, আলমগীর সবুজ-নুরউদ্দিন আলমগীর, কামাল উদ্দিন খোকন-মো. ওমর ফারুক, আলতাফ মিয়া-রাজেশ চক্রবর্তী, নজরুল ইসলাম-ফারুক তাহের, আজিজুল কদির-মিহরাজ রায়হান, হাবিবুর বর-আহসানুল কবির রিটন পরস্পরের মুখোমুখি হবেন। ক্যারম দ্বৈতে এনামুল হক ও মো. ফরিদ উদ্দিন জুটি ফারুক তাহের ও রেজা মুজাম্মেল জুটির বিরুদ্ধে লড়বেন। এছাড়া পঞ্চাশোর্ধ ক্যারম এককে নুরউদ্দিন আহমদ-তপন দাশ বর্মন, সান্টু কুমার দাশ-দিবাকর ঘোষ, রোকসারুল ইসলাম-শতদল বড়–য়া, শিশির বড়–য়া-আফজল রহিম সিদ্দিকী, অমিত বড়–য়া-মিহির কান্তি কর, মুজাহিদুল ইসলাম-সাইফুল্লাহ চৌধুরী পরস্পরের মোকাবেলা করবেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ক্যারমের বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারী সদস্যদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য ক্রীড়া উপকমিটির পক্ষ থেকে কমিটির আহবায়ক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়–য়া দেবু অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, এর আগে গত ১৪ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়ার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধন করেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন। বিজ্ঞপ্তি

শেয়ার করুন