চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

মাত্র একযুগ পর

১৯ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৪১ পূর্বাহ্ণ

২০০৭ সালের মে মাসে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন ভারতের বাঁহাতি ব্যাটসম্যান দিনেশ মোঙ্গিয়া। এরপর ভারতের জার্সিতে আন্তর্জাতিক কোনো ম্যাচে তাকে দেখা যায়নি। খেলা ছাড়ার ১২ বছর পর অবসরের ঘোষণা দিয়েছেন মোঙ্গিয়া। ভারতীয় জার্সিতে ৫৭ ওয়ানডে আর মাত্র একটি টি-টোয়েন্টি খেললেও মোঙ্গিয়া কোনো টেস্ট খেলার সুযোগ পাননি। বাঁহাতি এই ব্যাটসম্যানের অভিষেক হয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনেতে। ওয়ানডেতে একটি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরি আছে তার নামের পাশে। ২০০১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত মোট ৫৭টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রান করেছেন ১২৩০। ২০০৩ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মোঙ্গিয়া। ২০০৭ সালে পাঞ্জাবের হয়ে শেষবার খেলেছেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইর নিষেধাজ্ঞার বিপরীতে গিয়ে ইন্ডিয়ান ক্রিকেট লিগে (আইসিএল) খেলেছেন মোঙ্গিয়া। ভারতের বিদ্রোহী ক্রিকেট লিগ বিসিসিআই কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হওয়ায় মোঙ্গিয়ার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়। তারপর ধীরে ধীরে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে মুছে যায় মোঙ্গিয়ার নাম।-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট