চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

নতুন লেগ স্পিনার পেল বাংলাদেশ

১৯ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৪১ পূর্বাহ্ণ

টেস্টে হারার পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচেও বড় পরাজয়ের পর দলে বড়সড় পরিবর্তন এনেছে বাংলাদশ ক্রিকেট। জিম্বাবুয়ের বিপক্ষে গতকাল বাংলাদেশ স্কোয়াডে এসেছে তিন পরিবর্তন। টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে নাজমুল হোসেন ও আমিনুল ইসলামকে। এছাড়াও দীর্ঘদিন পর একাদশে জায়গা করে নিয়েছেন শফিউল ইসলাম। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে আমিনুল মূলত ছিলেন ব্যাটসম্যান, পাশাপাশি যিনি লেগ স্পিন করতে পারেন। গত ঢাকা প্রিমিয়ার লিগে বিকেএসপির হয়ে নজর কেড়েছিলেন মূলত ব্যাটিং দিয়েই। ৪৪০ রান করেছিলেন ৪০ গড়ে। কিন্তু সম্প্রতি হাই পারফরম্যান্স স্কোয়াডে তার লেগ স্পিন দেখে মনে ধরে যায় সেখানকার কোচ সাইমন হেলমটের। নজরে ছিলেন জাতীয় নির্বাচকদেরও। কিছুদিন আগে খেলেছেন ‘এ’ দল ও ইমার্জিং দলে। আফগানিস্তান ‘এ’ দলের হয়ে বিপক্ষে একদিনের ম্যাচের সিরিজের শেষ ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল ২০ ছুঁইছুঁই আমিনুলকে। ২২ রান করার পাশাপাশি নিয়েছিলেন ২ উইকেট। এরপর শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজে মূলত তাকে লেগ স্পিনার হিসেবেই খেলানো হয়। তিনটি একদিনের ম্যাচে নিয়েছিলেন তিন উইকেট। তবে বয়সভিত্তিক ক্রিকেটে টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে বেশ সফলও তিনি। ২০১৫ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের সঙ্গে ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গলের (সিবিএ) সিরিজে ব্যাট হাতে দারুণ সময় কেটেছিল বিপ্লবের।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট