চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

‘চাইলে রশিদ-মুজিবদের ছক্কা মারা যায় না’

আক্রমণাত্বক ক্রিকেটটাই খেলব : মোসাদ্দেক

স্পোর্টস ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৬ পূর্বাহ্ণ

ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পর পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে করুণ পরাজয় বরণ করতে হয়েছে টাইগারদের। ঢাকা পর্ব শেষে আজ মাঠে গড়াচ্ছে চট্টগ্রাম পর্ব। সাগরিকা জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় স্বাগতিকরা মুখোমুখি হবে জিম্বাবুয়ের। যারা প্রথম দুই ম্যাচেই হেরে খাঁদের কিনারায়। তবে টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাংলাদেশকে হারানো ছাড়া কোনও পথ নেই তাদের সামনেও।

চট্টগ্রাম পর্ব শুরুর আগে বাংলাদেশ দলে এসেছে পরিবর্তন। বাদ পড়েছেন ওপেনার সৌম্য সরকার। এক ম্যাচের জন্য দলে ডাক পাওয়া আবু হায়দার রনিকেও না খেলিয়ে বাদ দেয়া হয়েছে দল থেকে। দলে নতুন ডাক পাওয়া পেসার ইয়াসিন আরাফাত মিশু অবশ্য চোটের কাড়নে বাদ পড়েছেন। বাদ পড়েছেন স্পিনার মেহেদী হাসান রানাও। দলে জায়গা হয়েছে অভিজ্ঞ পেসার শফিউল ইসলাম, রুবেল হোসেনের সঙ্গে দুই নতুন মুখ নাইম শেখ, আমিনুল বিপ্লব ও নাজমুল হোসেন শান্তর। আজ মাঠে নামার আগে গতকাল গণমাধ্যমের সঙ্গে কথা বলতে সংবাদ সম্মেলনে হাজির হন মোসাদ্দেক হোসেন। নতুনদের নিয়ে কিছু বলতে না চাইলেও একটা আভাস দিয়ে রেখেছেন মোসাদ্দেক। পারফর্ম না করতে পারলে যে কারও জন্যই দলে থাকা কঠিন। ‘পারফর্ম না করলে সবকিছুই ডিফিকাল্ট। কেউ যখন পারফর্ম করতে পারে না তখন তার জন্য আরও বেশি কঠিন হয়ে পড়ে দলে থাকাটা। যখন আমরা ভালো খেলি তখন দলের পরিবেশটা অন্যরকম থাকে। আর খারাপ খেললে সেটা যত দ্রুত স্কিপ করার চেষ্টা করি।’ আজ জিম্বাবুয়ের বিপক্ষে ভুল শুধরে জয়ের জন্য মাঠে নামবে বাংলাদেশ। ‘আমরা অবশ্যই জেতার জন্য খেলব, এবং আমরা শতভাগ আক্রমণাত্বক ক্রিকেটটাই খেলব’ যোগ করেন মোসাদ্দেক।

জিম্বাবুয়ের বিপক্ষে জিতে গেলেও আফগানদের হারানো যেন অসম্ভব। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানদের ঘরের মাঠে হারানো গেলেও পরের চার বারের দেখায় হেরেছে বাংলাদেশ। মোসাদ্দেক বলছেন, স্কিলে ঘাটতি আছে কিছু। ‘ওদের বেশিরভাগ স্পিনারই রিষ্ট স্পিনার। স্বাভাবিকভাবেই আপনি চাইলে ওদের চার-ছয় মারতে পারবেন না। তাই এখানে স্কিলেরও একটা ব্যপার আছে। আমরা যে কাজগুলো করতেছি আমার মনে হয় সবই ঠিকাছে, কিছু কিছু জায়গাতে হয়তো একটু ত্রুটি থাকছে। আমার মনে চোট চোট কারণগুলোর জন্যই আমরা ম্যাচগুলো হেরে যাচ্ছি। তাই ভুলগুলোকে যত কমিয়ে আনা যায় সেটাই আমাদের জন্য ভালো।’

তবে এ সমস্যা থেকে উত্তরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন মোসাদ্দেকরা। আরেকটি হিসেবনিকেশ করে ক্রিকেট খেললে জয়ের সম্ভাবনা বেড়ে যাবে বলে মনে করেন এ তরুণ, ‘আফগানিস্তানের সঙ্গে বিষয়টা হয় কি ওদের স্পিনার নিয়ে সবসময় কথাটা উঠে আসে বেশি। আমরা ম্যাচ হারছি ১৫/২০ রানে। ওদের যে স্পিনাররা আছে আমরা যদি আরেকটু হিসেব করে খেলি বা আরেকটু… যে ভুলগুলো করছি তা আরেকটু কমানো যায়। টি-টোয়েন্টিতে ১৬০ রান হবে এটাই স্বাভাবিক, সেখানে হয়তো আমরা ১৪৫ বা ১৫০ করতেছি। যে জায়গায় আমরা একটু বেশি তাড়াহুড়া করছি সে জায়গায় দ্রুত ভুল কমাতে পারলে ম্যাচ জেতার সম্ভাবনা বেড়ে যাবে।’ মোসাদ্দেকের দৃষ্টিতে ২৫ রানের হারটাও ছোট। কিন্তু বাস্তবতা হলো টি-টোয়েন্টিতে এ হারকে বিশালই ধরা হয়। আফগানদের বিপক্ষে হারের পর এটা স্বীকার করে নিয়েছেন অধিনায়ক সাকিবও। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসই তলানিতে। আর আফগানিস্তানের বিপক্ষে খেলতে গেলে এটা আরও নিচে নেমে যায়। মানসিকভাবেই পিছিয়ে থাকে তারা। আর এ সুযোগটাই বারবার নিচ্ছেন রশিদ খানরা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট