চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কাতার ও ভারতের বিরুদ্ধে ম্যাচের প্রাথমিক দল ঘোষণা

১৮ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৫ পূর্বাহ্ণ

দুটি পরিবর্তন এনে বিশ্বকাপ বাছাই দ্বিতীয় পর্বের কাতার ও ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১০ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাতারের বিরুদ্ধে এবং ১৫ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। গত ১০ সেপ্টেম্বর তাজিকিস্তানে প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হেরেছে আফগানিস্তানের কাছে। দল দেশে ফেরার পর কোচ জেমি ডে এ দুটি ম্যাচের পরিকল্পনা দিয়ে ছুটিতে গেছেন। ২৫ সেপ্টেম্বর শুরু করবেন কাতার ও ভারতের বিরুদ্ধে ম্যাচের আবাসিক ক্যাম্প। ওই ক্যাম্পের জন্য এবার আগেভাগেই দল ঘোষণা করা হলো। ছুটিতে যাওয়ার সময়ই জেমি ডে বলেছিলেন, আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের জন্য যে প্রাথমিক দলটি নিয়ে প্রস্তুতি শুরু করেছিলেন এবার বলতে গেলে সেই ফুটবলাররাই থাকবেন। তেমন কোনো পরিবর্তন হবে না।

আজ (সোমবার) কোচের দেয়া যে তালিকা প্রকাশ করেছে বাফুফে সেখানে পরিবর্তন মাত্র দুটি। গোলরক্ষক মাহজারুল ইসলাম হিমেলকে বাদ দিয়ে সেখানে নেয়া হয়েছে মোহামেডানের পাপ্পু আহমেদকে। আর ডিফেন্ডার নুরুল নাইয়ুম ফয়সালকে বাদ দিয়ে ডাকা হয়েছে স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজকে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট