চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

২০২০ সালে অনুষ্ঠিতব্য সাফ ফুটবলের আয়োজক বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০১৯ | ৫:১০ অপরাহ্ণ

আগামী বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বাদশ আসর বসবে বাংলাদেশে। দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সোমবার (১৬ সেপ্টেম্বর) কংগ্রেসে এই সিদ্ধান্ত নিয়েছেন ফুটবল কর্তারা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে সংবাদটি নিশ্চিত করা হয়েছে।

সর্বশেষ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১৮ সালে আয়োজন করা হয়েছিল। বাংলাদেশ সেবারও স্বাগতিক ছিল। ২০২১ সাল থেকে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হবে বিজোড় বছরগুলোতে। এমনই সিদ্ধান্ত সাফ কংগ্রেসে নেয়া হয়েছে।

কংগ্রেসে আরও সিদ্ধান্ত হয়, অনূর্ধ্ব ১৫ নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে সাফ ক্যালেন্ডার অনুযায়ী ২০২০ সালের আগস্টে। এছাড়া সেপ্টেম্বর-অক্টোবর জুড়ে আয়োজন করা হবে অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়নশিপ অক্টোবর ও অনূর্ধ্ব ১৮ নারী চ্যাম্পিয়নশিপ।

কংগ্রেসে উপস্থিত ছিলেন সাফ ও বাফুফের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, ফিফা’র কাউন্সিল সদস্য মাহফুজা আক্তার কিরণসহ সাফ কমিটির সদস্যরা।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট