চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সতীর্থদের প্রতি সাকিবের কড়া বার্তা

স্পোর্টস ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৪ পূর্বাহ্ণ

টেস্টের পর টি-টোয়েন্টিতে হার আফগানিস্তানের বিপক্ষে। বাংলাদেশের সামনে হঠাৎ প্রবল প্রতিপক্ষ হয়ে উঠেছে আফগানরা। চট্টগ্রামে বাংলাদেশকে প্রায় দর্শক বানিয়ে টেস্ট জিতেছিল রশিদ খানের দল। ঢাকায় টি-টোয়েন্টিতেও একই পারফরম্যান্সের পুনরাবৃত্তি। কেন এমনটা হচ্ছে? ‘জানি না’- রোববার ম্যাচ হারের পর বলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ২২ গজে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না বাংলাদেশ। দুই দলের ব্যবধান কি এতটাই বড়? সাকিবের সোজাসাপটা উত্তর, ‘টি-টোয়েন্টিতে আফগানিস্তান অবশ্যই বড় দল। আমরা দশে, ওরা সাতে। আমাদের ওপরে আছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা। যাদের বিপক্ষে আমরা মাঝে মাঝে জিতি, মাঝে মাঝে হারি। আফগানিস্তানের সঙ্গে আমরা দেরাদুনে হেরেছিলাম। ওরা যে এগিয়ে সেটা প্রমাণ হলো।’ ম্যাচ হারের পেছনে আফগানিস্তানকে কৃতিত্ব দিলেও সতীর্থদের পারফরম্যান্সে সাকিবের হতাশ বেশি। বোলিংয়ে মোটামুটি লড়াই করলেও ব্যাটিংয়ে বাংলাদেশের পারফরম্যান্স একেবারে তলানিতে। টপ অর্ডার ব্যাটসম্যানরা রান পাচ্ছেন না।

মিডল অর্ডারে লড়াই করলেও ম্যাচ জেতাতে ব্যর্থ। আফগানিস্তানের স্পিনের সামনে ২২ গজে ব্যাটসম্যানদের ভুগতে থাকার করুণ দৃশ্য ফুটে উঠছে ম্যাচে। স্পিনের বিপক্ষে ব্যাটসম্যানরা এলোপাথাড়ি শট খেলেছেন নিয়মিত। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হার কোনোভাবেই মানতে পারছিলেন না সাকিব। সেই তিক্ত অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হয়েছে টি-টোয়েন্টি হার। এমন বাজে সময় সাকিব আন্তর্জাতিক মঞ্চে কখনো কাটাননি। ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসার জন্য নিজ থেকে পরিকল্পনা সাজানোর বার্তা দিয়েছেন অধিনায়ক, ‘প্রত্যেককে নিজের দায়িত্ব নিজের নিতে হবে। তাদের নিজস্ব গেম প্ল্যান তাদের তৈরি করতে হবে। কীভাবে তারা এটা ওভারকাম করতে পারবে।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট