চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে হাটহাজারী ও সীতাকু-ে পৌরসভা এবং ফটিকছড়িতে ভুজপুর চ্যাম্পিয়ন

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৪ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে স্ব স্ব উপজেলা প্রশাসন আয়োজনে ফটিকছড়ি, হাটহাজারী ও রাঙ্গুনিয়া ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

ফটিকছড়ি সংবাদদাতা: গতকাল ফটিকছড়িতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনালে ভুজপুর ইউনিয়ন টাইব্রেকারে ৪-২গোলে নাজিরহাট পৌরসভা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। নির্ধারিত সময়ের খেলা ০-০ ড্র ছিল। খেলা শেষে প্রধান অতিথি ফটিকছড়ির সাংসদ আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্ট কমিটির সভাপতি ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো.সায়েদুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মো.আবু তৈয়ব, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.জানে আলম, ফটিকছড়ি পৌর মেয়র আলহাজ মো.ইসমাইল হোসেন, নাজিরহাট পৌর মেয়র এস এম সিরাজ উদ দৌলা প্রমুখ।

হাটহাজারী: স্থানীয় পাবর্তী উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনালে হাটহাজারী পৌরসভা ২-১ গোলে ধলই ইউনিয়ন পরিষদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। হাটহাজারী পৌরসভা দলের সাইফুল ম্যান অব দ্য ফাইনাল ও সর্বোচ্চ ৬ সর্বোচ্চ (৬) গোলদাতার ট্রফি লাভ করেন। খেলা শেষে প্রধান অতিথি হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম রাশেদুল আলম খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করেন। হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন এর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও ধলই ইউপি চেয়ারম্যান আলমগীর জামান সিআইপি, ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোর্শেদ, হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মোহাম্মদ রাশেদ, সিরাজদ্দৌলা মেহেদী প্রমুখ। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট