চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আইআইইউ’র নোবেল টুর্নামেন্ট সেরা ও সর্বোচ্চ গোলদাতা

পিউরিয়া বিশ্ববিদ্যালয় ফুটবলে পোর্ট সিটির কিস্তিমাত

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৪ পূর্বাহ্ণ

প্রথমবারের মতো সিজেকেএস-পিউরিয়া আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েই শিরোপা ঘরে তুলেছে পোর্ট সিটি ইউনিভার্সিটি। এ যেন ঠিক ‘এলো, খেললো এবং চ্যাম্পিয়ন হলো’র মতন। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ফাইনালে পোর্ট সিটি ইউনিভার্সিটি ১-০ গোলে বর্তমান চ্যাম্পিয়ন আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটি (আইআইইউ)-কে হারিয়ে এ যোগ্যতা অর্জন করেছে। উপভোগ্য খেলার ৬২ মিনিটে একমাত্র জয় সূচক গোলটি করেন জয়ী দলের সাজেদুল ইসলাম রাহাত। তিনি সেরা খেলোয়াড় মনোনিত হন। তবে খেলায় হেরে গেলেও বেশ ভাল খেলেছে আইআইইউ। দলটি যেভাবে অব্যর্থ সুযোগ হাতছাড়া করেছে তা না দেখলে বিশ^াস করার মতো নয়। নেহাৎ দূভার্গ্যরে কারণেই শিরোপা হাতছাড়া হয়ে যায় আইআইইউ’র। তবে এতো সব বলে কোন অবস্থাতেই পোর্ট সিটি’র সাফল্যকে খাটো করে দেখা যাবে না। গোলের খেলা ফুটবলে প্রাপ্ত সুযোগের সদ্বব্যবহার করেই দলটি চ্যাম্পিয়ন হয়েছে। বাবর আলী’র প্রশিক্ষণপুস্ট পোর্ট সিটি ইউনিভার্সিটির খেলোয়াড়রা কিছুটা চাপের মুখ থাকলেও প্রায়ই সমানতালে লড়াই করার চেষ্টা করেছে। এদিকে খেলায় পরাজিত হলেও রানার্স আপ আইআইইউ দলের সান্ত¡না ছিল দলের স্ট্রাইকার নোবেলের টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও একইসাথে সর্বোচ্চ গোলদাতা (একটি হ্যাটট্রিকসহ ৫ গোল)-র পুরস্কার লাভ। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি মাসিক দখিনা’র সম্পাদক প্রফেসর সরওয়ার জাহান চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও মেডেলসহ নগদ ২৫ হাজার টাকা এবং বিশেষ অতিথি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. নুরুল আনোয়ার রানার্স আপ দলকে ট্রফি প্রদান করেন। এ ছাড়া রাহাতকে ২টি পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন সিনিয়র কাউন্সিলর ডেরিক র‌্যান্ডলফ ও স্পন্সর প্রতিষ্ঠান পিউরিয়া ফুড প্রোডাক্টস লি. এর পরিচালক মো. কফিল উদ্দিন। সুশৃঙ্খল দল ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চিটাগং, ট্রফি প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও সিজেকেএস ফুটবল কমিটির চেয়ারম্যান এস এম মেহেদী হাসান। সিজেকেএস নির্বাহী সদস্য ও ফুটবল কমিটির সম্পাদক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, সৈয়দ আবুল বশর, গোলাম মহিউদ্দীন হাসান, মশিউর রহমান চৌধুরী, সিডিএফএ এর সিনিয়র সহ-সভাপতি এস.এম.শহীদুল ইসলাম প্রমূখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট