চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু কাল

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর, ২০১৯ | ১:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পর্যায়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালক-বালিকা/অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা কাল থেকে শুরু হচ্ছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে বিকাল ৩ টায় চট্টগ্রাম বন্দরস্থ শহীদ প্রকৌশলী সামশুজ্জামান স্টেডিয়ামে (বন্দর স্টেডিয়াম) চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন। উদ্বোধনী খেলায় চট্টগ্রাম দক্ষিণ জোনের বালক বিভাগে কর্নফুলী উপজেলা ও আনোয়ারা উপজেলা মুখোমুখি হবে। এ উপলক্ষে এক সংবাদ মম্মেলন গতকাল বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করার পাশাপাশি এ টুর্নামেন্টের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত তুলে ধরেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি)। এ সময় অন্যান্যের মধ্যে চট্টগ্রামের জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন ধর এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার (আইসিটি) সুরাইয়া ইয়াসমিনসহ সংশ্লিস্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ টুর্নামেন্টে চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলা থেকে ৩০টি এবং মহানগরের ৬টি শিক্ষা থানা থেকে ১২টিসহ মোট ৪২টি দল (২১টি বালক-২১টি বালিকা দল) অংশগ্রহণ করছে। এখানে চট্টগ্রামের ১৫টি উপজেলা দলগুলোকে ২টি জোনে ভাগ করা হয়েছে। বালক ও বালিকা উভয় বিভাগে এটা কার্যকর হবে। এতে চট্টগ্রাম দক্ষিণ জোনে কর্ণফুলী, আনোয়ারা, সাতকানিয়া, বোয়ালখালী, পটিয়া, লোহাগাড়া, চন্দনাইশ ও বাঁশখালী এবং চট্টগ্রাম উত্তর জোনে রয়েছে সীতাকু-, মিরসরাই, রাউজান, রাঙ্গুনিয়া, সন্দ্বীপ ও ফটিকছড়ি। আগামী ২৪ সেপ্টেম্বর একই দিনে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জোনের ফাইনাল অনুষ্ঠিত হবে। এছাড়া জেলা পর্যায়ের ফাইনাল হবে ২৭ সেপ্টেম্বর। এছাড়া চট্টগ্রাম মহানগরের থানা ভিত্তিক দলগুলো হচ্ছে, পাহাড়তলী, ডবলমুরিং, কোতোয়ালী, চান্দগাঁর, বন্দর ও পাঁচলাইশ। এ পর্বের খেলা ১৮ সেপ্টেম্বর শুরু হবে।

চট্টগ্রাম জেলা এবং উপজেলা পর্যায়ের পুরো এ টুর্নামেন্টের জন্য বাজেট ছিল ১৭ লক্ষ টাকা। এখানে প্রত্যেক দলকে প্রশাসনের পক্ষ থেকে জার্সি পেন্ট ও বুট সরবরাহ করতে হয়েছে। এছাড়া জেলা পর্যায়ে খেলতে আসার যাতায়াত ভাতাও এর মধ্য থেকে প্রদান করা হবে। এতে টাকার খরচ বাজেটকে ছাড়িয়ে গেলে তা প্রশাসনের পক্ষ থেকে ব্যয় করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

শেয়ার করুন