চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খবর

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর, ২০১৯ | ১:২৪ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে স্ব স্ব উপজেলা প্রশাসন আয়োজনে বাঁশখালী ও চন্দনাইশে ফাইনাল এবং হাটহাজারী ও রাঙ্গুনিয়ায় সেমিফাইনাল পর্বের খেলা সম্পন্ন হয়েছে।

বাঁশখালী সংবাদদাতা: বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনালে নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে চাম্বল ইউনিয়নকে ৩-২ গোলে হারিয়ে বাঁশখালী পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল্ বশিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসতিয়াক আহমদ, চেয়ারম্যান এডভোকেট আ ন ম শাহাদত আলম, চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী ও প্রধান শিক্ষক সুমিত্র সেন বড়–য়া প্রমুখ।

চন্দনাইশ,সংবাদদাতা: গাছবাড়িয়া স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনালে সাতবাড়িয়া ইউনিয়ন টাইব্রেকারে ৫-৪ গোলে বৈলতলী ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমার সভাপতিত্বে পুরস্কার বিতরণীতে বিশেষ অতিথি ছিলেন গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার মতিউর রহমান চৌধুরী, প্রফেসার আব্দুল খালেক, থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক এড. মো. দেলোয়ার হোসেন, চেয়ারম্যান যথাক্রমে মুজিবুর রহমান, আনোয়ার মোস্তফা চৌধুরী দুলাল, আহমুদুর রহমান। প্রভাষক হ্যাপি দাশের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, একাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়, সহকারী শিক্ষা কর্মকর্তা এস.এম মনির উদ্দিন, জাতীয় ফুটবলার আশকর খান বাবু প্রমূখ।

রাঙ্গুনিয়া, সংবাদদাতা : রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ২টি সেমিফাইনাল খেলায় পারুয়া ইউনিয়ন ১-০ গোলে হোছনাবাদ ইউনিয়নকে এবং চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন টাইব্রেকারে (নির্ধারিত সময়ের খেলা ১-১ ড্র) ৪-৩ গোলে মরিয়মনগর ফুটবল একাদশকে হারিয়ে দেয়। এ জয়ের ফলে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন পরিষদ ও পারুয়া ইউনিয়ন পরিষদ দল টুর্নামেন্টের ফাইনালে উন্নীত হয়।

হাটহাজারী: হাটহাজারীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গতকাল পার্বতী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ২টি সেমিফাইনালে ধলই ইউনিয়ন ১-০ গোলে গড়দুয়ারা ইউনিয়নকে এবং হাটহাজারী পৌরসভা ১-০ গোলে নাঙ্গলমোড়া ইউনিয়নকে পরাজিত করে ফাইনালে উঠেছে। দু-দল আজ বিকেল ৩টায় ফাইনালে মুখোমুখি হবে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করবেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। গতকালের হাটহাজারী পৌরসভার দীপ্ত দাশ ও ধলই ইউনিয়নের সাকিব সেরা খেলোয়াড় মনোনিত হন। সেরা খেলোয়াড়কে পুরস্কার বিতরণ করেন ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও ধলই ইউপি চেয়ারম্যান আলমগীর জামান সিআইপি এবং নাঙ্গলমোড়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল হক বাবুল। এতে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জাফর, নির্বাহী সদস্য তোফাজ্জল হোসেন ফোরকান, মোহাম্মদ রাশেদ, সিরাজদ্দৌলা মেহেদী প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট