চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

হারে শুরু মারিয়াদের এএফসি চ্যালেঞ্জ

স্পোর্টস ডেস্ক

১৬ সেপ্টেম্বর, ২০১৯ | ১:২২ পূর্বাহ্ণ

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের চূড়ান্ত পর্বে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা। প্রতিপক্ষ র‌্যাঙ্কিংয়ে ৯১ ধাপ এগিয়ে থাকা দল থাইল্যান্ডের অনূর্ধ্ব-১৬ মেয়েরা। এমন প্রতিপক্ষের বিপক্ষে লড়াইটা একটা সময় পর্যন্ত দারুণই করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের কিশোরিরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। ৫৯ মিনিটে ঘটে সর্বনাশ। এক গোলের ব্যবধানে হেরে এএফসি মিশন শুরু হয় মারিয়া মান্ডার দলের। এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে গ্রুপ ‘এ’তে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল গতকাল রোববার। চোনবুরি স্টেডিয়ামে প্রথম ম্যাচেই প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড। ম্যাচের ফলই বলে দিচ্ছে হারলেও লড়াইটা একদমই মন্দ হয়নি লাল-সবুজ কিশোরীদের। মাঠে বল দখলে পিছিয়ে থাকলেও শট নেয়ার ব্যবহারে খুব একটা ব্যবধান ছিল না। এরমধ্যে দুটি শট আবার লক্ষ্যের কাছেও রেখেছিলেন তহুরা খাতুন-মনিকা চাকমারা। কিন্তু শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিল সুযোগ কাজে না লাগাতে পারার ব্যর্থতাই। বাংলাদেশ সুযোগ কাজে না লাগাতে পারলেও হাতছাড়া করেনি থাইল্যান্ড। ৫৯ মিনিটে গোল করে স্বাগতিক শিবিরে স্বস্তি ফেরান ফরোয়ার্ড থাওয়ানরাত প্রমথোঙ্গে।
ম্যাচ জেতার জন্য সেটাই হয়ে যায় যথেষ্ট। বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে ১৮ সেপ্টেম্বর, প্রতিপক্ষ শক্তিশালী জাপান। গ্রুপের আরেক প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট