চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়ার আনুষ্ঠানিক উদ্বোধন

১৫ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৪৪ পূর্বাহ্ণ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। গতকাল (শনিবার) ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে প্রতিযোগিতার উদ্বোধন করেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, যুবসমাজকে ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যম থেকে বেরিয়ে এনে তাদের মানস গঠনের জন্য খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। যুবসমাজের মানস গঠন যথাযথ না হলে তাদের এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। এজন্য ক্রীড়াক্ষেত্রে আমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আইটির এই খারাপ দিকগুলো থেকে বের করে আমাদের যুব সমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। ক্রীড়াকে শুধুমাত্র ঢাকাকেন্দ্রিক বা বিভাগীয় শহরে আবদ্ধ না রেখে গ্রামে-গঞ্জে ছড়িয়ে দিতে হবে। প্রধান অতিথি বলেন, চার বছর আগে চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল বিশ্বে ৯৮তম। বর্তমানে তা ৬৪ তে পৌঁছেছে। চট্টগ্রাম বন্দর বিশ্বদরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। দেশের আমদানি-রপ্তানির ৯০শতাংশ এ বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সবখাতেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর চট্টগ্রাম বন্দর অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের মানুষদের জন্য সৃষ্টিকর্তার অমূল্য দান। এই সম্পদকে রক্ষা করার দায়িত্ব আমাদের। অর্থনীতির প্রাণকেন্দ্র এই চট্টগ্রামেই বাংলাদেশের এগিয়ে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ। আর এগিয়ে যাওয়ার নিয়ামকের মধ্যে গণমাধ্যমকর্মীদের অবদান অন্যতম গুরুত্বপূর্ণ। তরফদার রুহুল আমিন বলেন, ফুটবল খেলা বাঙালি জাতির রক্তের সঙ্গে মিশে আছে। শেখ কামাল বাংলাদেশের ফুটবলের স্বপ্নদ্রষ্টা, তিনি আবাহনী ক্লাব গঠনের মাধ্যমে ফুটবলকে অনেকদূর এগিয়ে নিতে চেয়েছেন। কিন্তু দীর্ঘসময় অতিক্রান্ত হওয়ার পর অবশেষে বর্তমানে ফুটবলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ২০১৫ সাল থেকে আমরা শেখ কামাল ইন্টারন্যাশনাল ফুটবল টুর্ণামেন্ট শুরু করেছি। উক্ত টুর্ণামেন্টের মাধ্যমে আমরা শেখ কামালের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। এবছরের অক্টোবরে তৃতীয়বারের মতো চট্টগ্রামে এ টুর্নামেন্ট সফল করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে ও যুগ্ম- সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাব সাধারণ ফরিদ উদ্দিন চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়–য়া দেবু ও সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে তরফদার রুহুল আমিন এবং আলহাজ্ব আলী আব্বাস দাবার ঘুটি চালের মাধ্যমে মাসব্যাপী চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট