চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

হাটহাজারী চন্দনাইশ ও সীতাকু-ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৩ পূর্বাহ্ণ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও স্ব স্ব উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন উপজেলায় বঙ্গবন্ধু জাতীয় অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট হাটহাজারী, চন্দনাইশ ও সীতাকু-ে শুরু হয়েছে।

ফটিকছড়ি সংবাদদাতা: ফটিকছড়িতে গতকাল করোনেশান হাইস্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন টুর্নামেন্ট কমিটির সভাপতি ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো.সায়েদুল আরেফিন। উদ্বোধনী খেলায় নাজিরহাট পৌরসভা একাদশ টাইব্রেকারে ৫-৪ গোলে পাইন্দং ইউপি একাদশকে হারিয়েছে। দু-দলের নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ফটিকছড়ি পৌর মেয়র আলহাজ মো.ইসমাইল হোসেন, নাজিরহাট পৌর মেয়র এস এম সিরাজ উদ দৌলা ও উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ফটিকছড়ির ১৮টি ইউনিয়ন এবং ২টি পৌরসভাসহ মোট ২০টি দল অংশ নিচ্ছে।

সীতাকু- সংবাদদাতা: সীতাকু-ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ দিদারুল আলম এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়ের সভাপতিত্বে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্যার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভুমি সৈয়দ মাহবুবুল হক, পৌরসভা মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলম, মডেল থানার ওসি অপারেশন আবুল কালাম, ইউপি চেয়ারম্যান সৈয়দপুর তাজুল ইসলাম নিজামী, বারৈয়াঢালা’র রেহান উদ্দিন রেহান, মুরাদপুর’র জাহেদ হোসেন নিজামী, বাঁশবাড়ীয়’র শওকত আলী জাহাঙ্গীর, সলিমপুর’র মো.সালাউদ্দিন আজিজ, সীতাকু- সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সেলিম আহম্মেদ, পৌর কাউন্সিলর মাইমুন উদ্দিন মামুন, মহিলা কাউন্সিলর জাকেরা বেগম, আনোয়ারা বেগম ও জেসমিন আক্তার। উদ্বোধনী প্রথম খেলায় সীতাকু- পৌরসভা দল টাইব্রেকারে সলিমপুর ইউনিয়নকে ৫-৪ গোলে হারিয়েছে। দ্বিতীয় খেলায় সোনাইছড়ি ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করেছে বাঁশবাড়ীয়া ইউনিয়ন দল।

হাটহাজারী: স্থানীয় পাবর্তী উচ্চ বিদ্যালয় মাঠে ১০ সেপ্টেম্বর প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তরজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এস.এম রাশেদুল আলম। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও ধলই ইউপি চেয়ারম্যান মো. আলমগীর জামান সিআইপিসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান এবং হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মনিরুল ইসলাম চৌং, আবু সরওয়ার চৌং, অতি. সাধারণ সম্পাদক সাহেদুল হক খোকন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইসহাক, নির্বাহী সদস্য সাহেদুল আলম শাহীন, তোফাজ্জল হোসেন ফোরকান, মোহাম্মদ রাশেদ প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় গড়দুয়ারা ইউনিয়ন পরিষদ ৪-১ গোলে বুড়িশ্চর ইউনিয়ন পরিষদকে এবং অপর খেলায় ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ ১-০ গোলে শক্তিশালী উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদকে পরাজিত করেছে। এদিকে গতকালের ২টি খেলায় নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদ ও ধলই ইউনিয়ন স্ব স্ব খেলায় জয় পেয়ে ২য় রাউন্ডে উন্নীত হয়েছে।

শেয়ার করুন