চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রাউজানে জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা

১২ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতি রাউজান’র আয়োজনে ৪৮তম জাতীয় বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার ফাইনাল খেলা গতকাল বুধবার দুপুরে রাউজান আ.আর.এ.সি. সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে। খেলায় বালকদের মধ্যে নোয়াপাড়া মুসলিম হাইস্কুলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাউজান আ.আর.এ.সি. মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। বালিকাদের মধ্যে রাউজান আর আর এ সি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এ্যাংলো পালি উচ্চ বিদ্যালয়। খেলাশেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগের সভাপতিত্বে ও নোয়াপাড়া স্কুলের প্রধান শিক্ষক জানে আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, থানার অফিসার মধুসূধন দত্ত, কাউন্সিলর জানে আলম জনি, মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার সজল চন্দ্র চন্দ, আওয়ামী লীগ নেতা রুনু ভট্টাচার্য্য, প্রধান শিক্ষক মোস্তাক আহমদ প্রমুখ।

শেয়ার করুন