চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পিউরিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে গ্রুপ সেরা আইআইইউসি, সহজ জয় পেয়েছে ইস্ট ডেলটা

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩২ পূর্বাহ্ণ

সিজেকেএস-পিউরিয়া আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে গতকালের দু-প্রতিদ্বন্ধী বর্তমান চ্যাম্পিয়ন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ও পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আগেই সেমিফাইনালে খেলা নিশ্চিত করে। গতকাল ছিল দু-দলের গ্রুপ সেরা হওয়ার লড়াই। এতে দু-দলের উপভোগ্য লড়াইয়ের পর একেবারে শেষ মুহুর্তের গোলে আইআইইউসি ১-০’ তে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে দিয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় ৬৮ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন আইআইইউসি’র নোবেল। তিনি সেরা খেলোয়াড় মনোনিত হন। খেলা শেষে তাকে পুরস্কার বিতরণ করেন প্রবীণ ক্রীড়া সাংবাদিক তমাল চৌধুরী। এর আগে একই মাঠে অনুষ্ঠিত খেলায় ইস্ট ডেলটা ইউনিভার্সিটি আনুষ্ঠানিকতার এক ম্যাচে সহজেই ৫-০ গোলে ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চট্টগ্রামকে হারিয়ে স্বান্তনার জয় পেয়েছে।অন্যদিকে গতকাল ছিল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চট্টগ্রামের টানা ৩য় পরাজয়। খেলায় জয়ী দলের হয়ে রিমাদ ২টি, মহিম ২টি এবং সামি গোল করেন। রিমাদ সেরা খেলোয়াড় মনোনিত হন। খেলা শেষে তাকে পুরস্কার বিতরণ করেন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চট্টগ্রামের কার্লচারাল বিভাগের প্রধান আরিফ চৌধুরী। আজকের ২টি খেলায় বিকেল ৩টায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চট্টগ্রাম এবং বিকেল ৫টায় সাদার্ন বিশ^বিদ্যালয় ও চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি মুখোমুখি হবে। এদিকে ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ২টি খেলায় ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চট্টগ্রাম ৪-০ গোলে চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিকে এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ৩-২ গোলে শক্তিশালী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে। ২টি খেলার উল্লেখযোগ্য দিক ছিল, ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চট্টগ্রাম’র আরিফের হ্যাটট্রিক। তিনি সেরা খেলোয়াড় হন। খেলা শেষে তাকে পুরস্কার প্রদান করেন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চট্টগ্রামের কমিনিউটি মেডিসিন এর প্রভাষক ডা. মো. নুরুল আজিম। অপর ম্যাচ শেষে সেরা খেলোয়াড় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের তানভীরকে পুরস্কার প্রদান করেন স্পন্সর প্রতিষ্ঠান পিউরিয়া ফুড প্রোডাক্ট লি. এর এ.জি.এম শিপলু বড়–য়া ও এ.জি.এম (মার্কেটিং) জে ইউ রাসেল।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট