চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের কাছে হারল বাংলাদেশ

১২ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩০ পূর্বাহ্ণ

২০২২ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। অনেক আশা নিয়ে তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে গেলেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে জেমি ডে’র দলকে। দুশানবের পামির স্টেডিয়ামকে নিজেদের ‘হোম ভেন্যু’ করেছে আফগানিস্তান। সেই ভেন্যুতে আধিপত্য বিস্তার করে খেলা আফগানরা ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজ জার্সিধারীদের। ফিফা র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা আফগানিস্তান শুরু থেকে চাপে রাখে বাংলাদেশকে। প্রথম সুযোগটা আসে ২১তম মিনিটে, যদিও বাংলাদেশ গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা সহজেই প্রতিহত করেন প্রতিপক্ষ খেলোয়াড়ের শট। তবে ২৭ মিনিটে বাধার দেয়াল আর টিকেনি। সেট পিস থেকে লক্ষ্যভেদ করে এগিয়ে যায় আফগানিস্তান। ফ্রি-কিক থেকে আফগান অধিনায়ক ফারশাদ নূরের হেড গোলরক্ষক রানা ঝাঁপিয়েও রক্ষা করতে পারেননি। বল তার হাতে লাগলেও লাভ হয়নি, জড়িয়ে যায় জলে। ১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন আনে।

শেয়ার করুন