চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

পিউরিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলের সেমিফাইনালে পোর্ট সিটি, সম্ভাবনায় প্রকৌশল

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১০ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৫ পূর্বাহ্ণ

টানা ২য় জয়ে সিজেকেএস-পিউরিয়া আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে পোর্ট সিটি ইউনিভার্সিটি। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় পোর্ট সিটি ইউনির্ভাসিটি ৩-১ গোলে ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চট্টগ্রামকে পরাজিত করে এ যোগ্যতা দেখিয়েছে। একই মাঠে অনুষ্ঠিত অপর খেলায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহজেই ৪-০ গোলে ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চট্টগ্রামকে পরাজিত করেছে। এ জয়ে তারা সেমিফাইনালে খেলার সম্ভাবনায় এখনো নিজেদের টিকিয়ে রেখেছে। জয়ী দলের হয়ে তোজাম্মেল ২টি এবং জয় (পেনাল্টি) ও আবির গোল করেন। তোজাম্মেল সেরা খেলোয়াড় মনোনিত হন। খেলা শেষে তাকে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. জসিম উদ্দিন। অপর ম্যাচে প্রথমার্ধে রুদ্রের গোলে ১-০ তে এগিয়ে থাকে পোর্ট সিটি ইউনিভার্সিটি। দ্বিতীয়ার্ধে শ^াশতের গোলে সমতা আনে ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চট্টগ্রাম (১-১)। এ সময় খেলা কিছুটা জমে ওঠলে বিদেশী ছাত্র ফুটবলার আলী হাসানের গোলে এগিয়ে যায় পোর্ট সিটি ইউনিভার্সিটি (২-১)। সে গোলে উজ্জ্বীবিত হয়ে তাসরিফ আরো একটি গোল করলে ৩-১ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়েপোর্ট সিটি ইউনিভার্সিটি। খেলায় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিদেশি খেলোয়াড় আলী হাসান (জার্সি-৯) ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে তাকে পুরস্কার প্রদান করেন স্পন্সর প্রতিষ্ঠান পিউরিয়া ফুড প্রোডাক্টস লি. এর সহকারি ব্যবস্থাপক মো. বেলাল উদ্দিন। আজকের খেলায় বিকেল ৩টায় চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চট্টগ্রাম এবং বিকেল ৫টায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মুখোমুখি হবে।

শেয়ার করুন