চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সাদা পোশাক থেকে রঙিন বিদায় মোহাম্মদ নবীর

স্পোর্টস ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৪ পূর্বাহ্ণ

আগেই ঘোষণা দিয়েছেন এটাই ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ মোহাম্মদ নবীর। সাদা পোশাকে আর দেখা যাবে না আন্তর্জাতিক টেস্ট ম্যাচে। আর শেষ টেস্ট ম্যাচটি স্মরণীয় হয়ে থাকল নবীর কাছে। একমাত্র টেস্ট ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ২২৪ রানের ঐতিহাসিক জয় পেলো আফগানিস্তান। টেস্ট স্ট্যাটাস লাভের পর এটাই ছিল দুদশের প্রথম মুখোমুখি হওয়া। আর সেই টেস্ট ম্যাচটি বিশাল ব্যবধানে জিতে ইতিহাস গড়ল আফগানরা। সেই ইতিহাসের অংশ হলেন মোহাম্মদ নবীও। প্রথম ইনিংসে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তিনি। কিন্তু বল হাতে প্রথম ইনিংসে বাংলাদেশের তিন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে ফেরান তিনি। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ৮ রান ও বল হাতে নেন এক উইকেট। ওয়ানডে বা টি-টোয়েন্টিতে পারফরমেন্সের ভালো পারফরম্যান্স দেখিয়েছেন নবী। ১২১ ম্যাচের ওয়ানডেতে ১টি সেঞ্চুরি ও ১৪টি হাফ-সেঞ্চুরিতে ২৬৯৯ রান ও ৬৮টি টি-টোয়েন্টিতে ৩টি হাফ-সেঞ্চুরিতে ১১৬১ রান রয়েছে ৩৪ বছর বয়সী নবীর। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার ৩ টেস্ট ম্যাচে ৬ ইনিংসে করেন ৩৩ রান। বল হাতে সমানসংখ্যক ম্যাচে ৫ ইনিংসে ৮ উইকেট শিকার করেন। ২০১০ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ, ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৭ সালে আইসিসির পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের পর ভারতের বিপক্ষে গেল বছর অভিষেক টেস্টে খেলতে নেমেছিল আফগানিস্তান। ওই ম্যাচটিতে একতরফা হারতে হয়েছিল আফগানদের আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় টেস্টে মাঠে নেমে প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পায় যুদ্ধ বিধ্বস্ত দেশটি ঠিক তৃতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে নেমেই তুলে নিলো দ্বিতীয় জয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট