চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

দক্ষ সাঁতারু তৈরি করবে সিজেকেএস

স্পোর্টস ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৩ পূর্বাহ্ণ

প্রতিক্ষার অবসান ঘটিয়ে আজ যাত্রা শুরু হচ্ছে চট্টগ্রাম আউটার স্টেডিয়ামস্থ নবনির্মিত সুইমিং পুলের। আজ থেকে নগরবাসীরা এ সুইমিংপুলে সাঁতার কাটতে পারবেন। উদ্বোধনের আগে গতকাল চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাঁতার কমিটির সভাপতি এহসানুল হায়দার চৌধুরী বাবুল দৈনিক পূর্বকোণকে এক সাক্ষাতকারে জানান, ইট পাথরের এ নগরীতে সাঁতার কাটার কোন পুকুর বা জলাশয় নেই। একসময় নগরীরর লালদিঘি ও আসকারদিঘিতে সাঁতারের বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হত। এসব দিঘিতে নগরবাসীদের সাঁতার কাটারও সুযোগ ছিল। কিন্তু বর্তমানে নগরবাসীর সাঁতার কাটা বা সাঁতার শেখার কোন সুযোগ নেই। সে লক্ষ্যে সিজেকেএস সাধারণ সম্পাদক ও নগরপিতা আ জ ম নাছির উদ্দীনের ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে আলোর মুখ দেখেছে চট্টগ্রাম বিভাগীয় সুইমিং পুল। তিনি বলেন, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম পরিষদের পক্ষ থেকে দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মরহুম ইউসুফ চৌধুরী সর্বপ্রথম নগরীতে প্রথম একটি পূর্ণাঙ্গ সুইমিংপুল নির্মাণের দাবি জানান। তারই ধারাবাহিকতায় নগরবাসীর এ প্রাণের দাবি সুইমিং পুল নির্মাণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সাবেক পরিকল্পনা মন্ত্রী ও বর্তমান অর্থমন্ত্রীর আ হ ম মোস্তাফা কামালের সহযোগিতায় ও বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীনের উদ্যোগ নির্মিত হয় এ সুইমিং পুলটি। তিনি বলেন, সুইমিংপুল নির্মাণ নয়, সুষ্ঠু তদারকি ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে এর মান ধরে রাখতে হবে। এর জন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, এখান থেকে নগরবাসী শুধু সাঁতার শিখতে পারবে তা নয়, এর মাধ্যমে দক্ষ সাঁতারু তৈরিতে কাজ করে যাবে সিজেকেএস। তিনি বলেন, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বিভিন্ন সময়ে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। আগামীতে এসব প্রতিযোগিতায় অংশ নেয়া সাঁতারুদের পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। যাতে করে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতে চট্টগ্রামের ক্রীড়াবিদরা অবদান রাখতে পারে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট