৬ মে, ২০১৯ | ১:০৭ পূর্বাহ্ণ
নাবালকদের যৌন হেনস্থা করার অভিযোগে আমেরিকার এক বাস্কেটবল কোচের ১৮০ বছরের কারাবাসের শাস্তি ঘোষণা করেছে স্থানীয় আদালত। ৪৩ বছর বয়সী গ্রেগ স্টেফান বেশ কয়েক বছর ধরে প্রায় ৪০০ নাবালক শিক্ষার্থীকে নানাভাবে যৌন হেনস্থা করেছেন। আদালত তাঁকে ১৮০ বছরের কারাবাসের নির্দেশ দিয়ে বলে, নাবালকদের উপর এমন যৌন নির্যাতন অপরাধের অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। ফলে তাঁকে এমন নজিরবিহীন শাস্তি দেওয়া হচ্ছে, যা দেখে এমন কাজ করার আগে যে কেউ ভয় পায়। স্টেফানের আইনজীবী দাবি তুলেছিলেন তাঁর মক্কেল মানসিকভাবে ঠিক নেই। তাই তাঁকে যেন ২০ বছরের কারাবাসের শাস্তি দেওয়া হয়। কিন্তু আদালত তা মানেনি।-ইন্টারনেট
The Post Viewed By: 360 People