চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

‘দ্বিতীয় দল’ নামিয়ে হার দেখলো বার্সা

স্পোর্টস ডেস্ক

৬ মে, ২০১৯ | ১:০৭ পূর্বাহ্ণ

অপরাজেয় পথচলা ধরে রাখতে পারলো না বার্সেলোনা। তারকা খেলোয়াড়দের বিশ্রামে রেখে খেলতে নামা দলটিকে হারিয়ে দিয়েছে সেল্টা ভিগো। প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচে ২-০ গোলে হারে আগেই শিরোপা নিশ্চিত করা কাতালান ক্লাবটি। ডিসেম্বরে কাম্প ন্যুয়ে মৌসুমের প্রথম দেখায় সেল্টাকে একই ব্যবধানে হারিয়েছিল বার্সেলোনা। লা লিগায় টানা ২৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল এরনেস্তো ভালভেরদের দল। এর আগে সবশেষ গত নভেম্বরে রিয়াল বেতিসের কাছে ঘরের মাঠে ৪-৩ গোলে হেরেছিল বার্সেলোনা। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জেরার্ড পিকেসহ নিয়মিত একাদশের আট জনকে বিশ্রাম দেওয়ার ঘোষণা আগেই দিয়েছিলেন কোচ। সেই সঙ্গে আর্তুরো ভিদাল ও ফিলিপে কুতিনহোকেও বেঞ্চে রেখে খেলতে নামা বার্সেলোনা ম্যাচের শুরুতে বড় ধাক্কা খায়। হ্যামস্ট্রিংয়ের সমস্যা কাটিয়ে কদিন আগে ফেরা উসমান দেম্বেলে পঞ্চম মিনিটে আবারও পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে কাছ থেকে বার্সেলোনার জালে বল পাঠিয়েছিলেন মেক্সিকোর ডিফেন্ডার নেস্তোর। তবে তিনি অফসাইডে থাকায় ভিএআরের সাহায্য নিয়ে গোল দেননি রেফারি। কিছুক্ষণ পর বাঁ দিক থেকে ফরাসি মিডফিল্ডার সোফিয়ান বুফালের শট ক্রসবার ঘেঁষে চলে গেলে আবারও বেঁচে যায় শিরোপাধারীরা। রক্ষণে চাপ ধরে রেখে ৬৭তম মিনিটে গোল আদায় করে নেয় সেল্তা। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে দারুণ ভলিতে বল জালে পাঠান উরুগুয়ের স্ট্রাইকার মাক্সি গোমেস। ৮৮তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ইয়াগো আসপাস। বার্সেলোনার ডি-বক্সে ডিফেন্ডার সামুয়েল উমতিতির হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট