চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বৃষ্টি আর বাংলাদেশকে হারিয়ে আফগানদের স্মরণীয় জয়

স্পোর্টস ডেস্ক

৯ সেপ্টেম্বর, ২০১৯ | ৬:০৪ অপরাহ্ণ

বৃষ্টিমুখর শেষ দিনে জয়ের জন্য কেবল ৭০ মিনিট সময় পেয়েছিল আফগানিস্তান। অধিনায়ক রশিদ খানের দুর্দান্ত বোলিংয়ে সেটুকু সময়ই যথেষ্ট হলো। বাংলাদেশ পেল বিব্রতকর এক হারের তেতো স্বাদ। 

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের হার একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল গতকাল। কিন্তু রাত থেকেই অবিরাম বৃষ্টিই বাংলাদেশের আশা জিইয়ে রেখেছিল। সকালে আধা ঘণ্টা আগে খেলা শুরু হওয়ার কথা থাকলেও খেলা শুরু হয় দুপুর ১টায়। কিন্তু ১৩ বল খেলা হওয়ার পর বৃষ্টির কারণে খেলা আবার বন্ধ হয়ে যায়। শেষ দিনের প্রায় পুরোটাই ভেসে গিয়েছিল বৃষ্টিতে। আফগানদের আশাও ছিল প্রায় ভেসে যাওয়ার জোগাড়। শেষ বিকেলে খানিকটা সুযোগ দিল প্রকৃতি। আফগানরা সেটুকুই লুফে নিল। ২২৪ রানে হারাল বাংলাদেশকে।

চট্টগ্রাম টেস্টে ঐতিহাসিক জয় পেল আফগানিস্তান। প্রতিপক্ষের মাটিতে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই প্রথম জয় পেয়ে গেল। এ কীর্তি অবশ্য অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তানেরও আছে। সে তুলনায় তাদের অন্য কীর্তিটা আরেকটু বেশি কৃতিত্বের। টেস্টে নিজেদের দ্বিতীয় জয়ে দলটি ভাগ বসিয়েছে অস্ট্রেলিয়ার ১৪০ বছর পুরোনো এক রেকর্ডেও।

নিজেদের প্রথম টেস্টে জয়ের রেকর্ড শুধু অস্ট্রেলিয়ার আছে। পরের ম্যাচেই তাদের হারিয়ে দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম জয় বুঝে নিয়েছিল। দুই বছর পর (১৮৭৯ সালে) আরেকটি সফরে এসে একটি টেস্ট খেলেছিল ইংল্যান্ড। সেটাতেও জয় বুঝে নিয়েছিল অস্ট্রেলিয়া। ফলে নিজেদের প্রথম তিন টেস্টেই দুই জয়ের স্বাদ পেয়েছিল অস্ট্রেলিয়া। পরের বছর নিজেদের মাঠের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়েই নিজেদের দ্বিতীয় জয় পায় ইংল্যান্ড। সেটি ছিল তাদের চতুর্থ ম্যাচ। টেস্টে দ্বিতীয় জয় পাওয়ার পথে অস্ট্রেলিয়ানদের ধারে কাছে এত দিন শুধু ইংল্যান্ডই ছিল। আজ ইংল্যান্ডকে টপকে অস্ট্রেলিয়ার পাশে বসল আফগানিস্তান।

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট