চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বিশ্বকাপের ডামাডোলেও বসে নেই বাংলাদেশ ক্রিকেট

স্পোর্টস ডেস্ক

৬ মে, ২০১৯ | ১:০৭ পূর্বাহ্ণ

চারদিকে এখন বিশ্বকাপের ডামাডোল। কান পাতলেই শোনা যায়, আসছে বিশ্বকাপ। বিভিন্ন দেশ বিভিন্নভাবে নিজেদের বিশ্বকাপের প্রস্তুতি সারছে। বাংলাদেশও বসে নেই। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারবে মাশরাফিরা। তবে তাই বলে স্থবির হয়ে যায়নি বাংলাদেশের ক্রিকেট। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব ভালো ভাবেই উপলব্ধি করেছে, দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে হবে সারা বছর ক্রিকেট চালু রাখতে হবে। এরই প্রতিচ্ছবি যেন ফুটে উঠল ক্রিকেটের পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানের কণ্ঠে। ‘এ দলের দুটি প্রোগ্রাম আছে। আফগানিস্তান আসছে এবং শ্রীলঙ্কায় যাচ্ছি,’ মিরপুরে সাংবাদিকদের বলেন আকরাম খান। ‘আমরা দুটি চারদিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে খেলব আফগানিস্তানের সাথে। ওরা অগাস্টের দিকে আসবে। সেটা শেষ হওয়ার পর শ্রীলঙ্কায় এ দলের সিরিজ আছে। সেখানে আমরা যাবো।’ ‘সাধারণত ‘এ’ দল হয় যারা জাতীয় দলে ভালো পারফর্মেন্স করে না এবং যাদের জাতীয় দলে খেলার সম্ভাবনা থাকে তাঁদেরকে নিয়ে দলটি করা হয়। যাদের মনে করেন রানের দরকার জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য এবং যাদের জাতীয় দলে খেলার সম্ভাবনা থাকে তাঁদেরকে নিয়ে এ দল করা হয়।’ ‘এ’ দলের ক্যাম্প চলাকালীন সময় জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) মাঠে গড়ানোর কথা আছে। সেক্ষেত্রে অদলবদল করেই ক্যাম্প পরিচালনা করা হবে। সেই ক্যাম্পে অংশগ্রহন করবেন ঢাকা প্রিমিয়ার লিগের সেরা পারফর্মাররা। ‘এনসিএলের সাথে তখন হয়তো একটি বা দুটি ম্যাচ এ দলের ক্রিকেটাররা খেলতে পারবে। এনসিএল সাধারণত আগস্টের শেষের দিকে হয়। তখন হয়তো একটি বা দুটি রাউন্ড খেলতে পারবে। ক্যাম্প একটি হবে। ঢাকা প্রিমিয়ার লিগ থেকে যে ভালো পারফর্মেন্স করবে তাঁদেরকে নিয়ে আমরা একটি ক্যাম্প করবো।’ ‘এ’ দলের ক্রিকেটারদের নিয়ে বিশেষ ক্যাম্পের আয়োজন করতে যাচ্ছে বিসিবি। চলতি মাসের ১১ তারিখ থেকে ক্যাম্প শুরু হবে। ‘সেই ক্যাম্পটি ১১ তারিখ থেকে শুরু করবো এবং সেটি চলবে ২০-২৫ দিন এবং আমরা সেখান থেকে দেখবো’ বলেন আকরাম।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট