চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

কাল বার্সেলোনার বিপক্ষে অনিশ্চিত সালাহ

স্পোর্টস ডেস্ক

৬ মে, ২০১৯ | ১:০৭ পূর্বাহ্ণ

শনিবার রাতে নিউক্যাসলের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয় পেয়েছে লিভারপুল। দারুণ এই জয়ে আবার ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে অলরেডরা। কিন্তু শীর্ষে উঠা এই স্বস্তির জয় ছাপিয়ে লিভারপুল শিবিরে বড় হয়ে উঠেছে মোহামেদ সালাহ অস্বস্তি। মাথায় চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন মিশরীয় উইঙ্গার। মঙ্গলবার বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিতে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়েই দেখা দিয়েছে সংশয়। প্রাথমিকভাবে জানা গেছে, মাথার আঘাতটা বেশ গুরুতর। কাল বার্সার বিপক্ষে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। নিউক্যাসলের মাঠ সেন্ট জেমস পার্কে দুর্দান্তই খেলছিলেন সালাহ। মিশরীয় উইঙ্গার একটা গোলও করেছেন। কিন্তু দ্বিতীয়ার্ধে হেড করতে গিয়ে নিউক্যাসলের গোলরক্ষক মার্টিন দুভ্রাভকার সঙ্গে মাথায় মাথায় সংঘর্ষ হয়। কর্নারের বলে হেড করতে লাফিয়ে উঠেন সালাহ। দুভ্রাভকাও বল নিজের গ্লাভসে পুরতে লাফিয়ে উঠেন। ফলে বাতাসেই দুইজনের মাথায় মাথায় সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন সালাহ। বেশ খানিকটা সময় মাটিতে পড়ে থাকেন তিনি। কাতরাতে থাকেন ব্যথায়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও ব্যথা কমেনি। শেষ পর্যন্ত তাই মাঠ ছাড়তে হয় স্ট্রেচারে করে, কাঁদতে কাঁদতে। সালাহর এই কাঁন্না আরও প্রবল হবে, যদি শেষ পর্যন্ত তিনি মঙ্গলবার খেলতে না পারেন। প্রাথমিকভাবে জানা গেছে, মাথার আঘাতটা বেশ গুরুতর। মঙ্গলবারের আগে তার সুস্থ হয়ে উঠার সম্ভাবনা ক্ষীণই। যদি সত্যিই তিনি খেলতে না পারেন, সেটি হবে লিভারপুলের জন্য বড় এক ধাক্কা। কারণ, এমনিতেই চোটের কারণে মঙ্গলবার খেলতে পারবেন না রবার্তো ফিরমিনো। পেশির চোটের কারণে ব্রাজিলিয়ান তারকা কাল নিউক্যাসলের বিপক্ষেও খেলতে পারেননি। লিভারপুল কোচ ইয়ুর্গে ক্লপ নিশ্চিত করেছেন, মঙ্গলবারও ফিরমোকে পাওয়া যাবে। স্পষ্ট করেই বলেছেন, ‘মঙ্গলবারের আগে ফিরমিনো সুস্থ হবেন না।’ লিভারপুল ভক্তদের এই দুঃসংবাদটি তিনি গতকাল রাতেই দিয়েছেন। এরই মধ্যে আবার দলের সবচেয়ে বড় অস্ত্র সালাহ’র খেলা নিয়ে সংশয়ের বলয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট