চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কনফিডেন্স সিমেন্ট ক্রিকেট লিগে রেলিগেটেড হলো ওপিএ

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

৬ মে, ২০১৯ | ১২:৫৯ পূর্বাহ্ণ

কনফিডেন্স সিমেন্ট প্রথম বিভাগ ক্রিকেট লিগ থেকে রেলিগেটেড হয়ে ২য় বিভাগে অবনমিত হয়েছে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী দল ওপিএ। গতকাল রেলিগেশন পর্বে নিজেদের শেষ ম্যাচে ২৬ রানে শতাব্দী গোষ্ঠীর কাছে হেরে গেলে তাদের কপাল পোড়ে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় টসে হেরে আগে ব্যাট করে শতাব্দী গোষ্ঠী প্রথমে ব্যাট করে ৩৫ ওভারে ১৪১ রান করে জবাবে ওপিএ ৩৪.১ ওভারে ১১৫ রানে অল-আউট হয়। উল্লেখ্য আগের দিনের বৃষ্টির কারণে মাঠ খেলা উপযোগী করতে করতে দুপুর ১১টা বেজে ১৫ মিনিট হয়ে যায়। এতে করে ৫০ ওভারের খেলা ৩৫ ওভারে কমে আসে। আগে ব্যাট করা শতাব্দী গোষ্ঠী’র ইনিংসে শাহাদাত সর্বোচ্চ ৩১, শাখাওয়াত ২৭, নুর ২৪ ও ফয়েজ ২১ রান করেন। অতিরিক্ত খাতে ১৭ রান যোগ হয়। ওপিএ’র রাজীব ১৪, আলম ২৮ ও কৈলাশ ৪১ রানে প্রত্যেকে ১টি করে উইকেট নেন। ওপিএ’র ইনিংসে নোমানের ৪২ ও সাজ্জাদের ১২ রান ছাড়া বাকিদের মধ্যে কেউই দু-অংকের রান করতে পারেনি। অতিরিক্ত খাতে আসে ১৩ রান।
শতাব্দী গোষ্ঠীর সফল বোলার মিনহাজ ১৫ ও শাখাওয়াত ১৮ রানে ৩টি করে এবং ফয়েজ ৩ রানে ২টি ও শফিক ২১ রানে ১ উইকেট নেন। উল্লেখ্য এ খেলাটি আগের দিনে পরিত্যক্ত হয়। ফনী’র কারণে একটি বলও মাঠে গড়াতে পারেনি। তা গতকাল রিজার্ভ ডে তে অনুষ্ঠিত হয়। এদিকে একই কারণে এম এ আজিজ স্টেডিয়ামে ইয়ং স্টার ব্লুজ ও স্টার ক্লাবের খেলাটি ২২ ওভার পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার পর বৃষ্টিতে বন্ধ হয়ে যায়। পরে খেলা আর অনুষ্ঠিত না হওয়ায় গতকাল রিজার্ভ ডে-তে চলে আসে। কিন্তু বৃষ্টির কারণে গতকালও পীচ তৈরি করতে না পারায় দু-দল পয়েন্ট ভাগাভাগি করেছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট