চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সেরেনা নয় ১৯ বছরের বিয়াঙ্কায় বিস্ময়

স্পোর্টস ডেস্ক

৯ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৫ পূর্বাহ্ণ

তৃতীয় ইউএস গ্র্যান্ড স্ল্যাম জয় করে রেকর্ড গড়তে পারলেন না সেরেনা উইলিয়ামস। শিরোপা জিতেছেন কানাডার ১৯ বছর বয়সী বিয়াঙ্কা এন্ড্রুসকু। এর আগে মোট ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন সেরেনা। তবে ২৪তম জয়ের দ্বারপ্রান্তে এসে তাকে হতাশ করলেন বিয়াঙ্কা। আর ২০০৪ সালে রাশিয়ান গ্ল্যামার গার্ল মারিয়া শারাপোভার পর টিনএজার হিসেবে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন বিয়াঙ্কা। শেষ কোনো টিনএজার হিসেবে ইউএস ওপেন জিতেছিলেন মারিয়া শারাপোভা ২০০৬ সালে। আর তারপর প্রথম টিনএজার নারী হিসেবে বিয়াঙ্কা জিতলেন ইউএস ওপেন। আর সেরেনাকে বঞ্চিত করলেন ইতিহাসের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ীর তালিকায় শীর্ষ স্থানে উঠতে। কানাডার প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ী বিয়াঙ্কা অবিশ্বাস্য এই জয়ের পর বললেন, ‘এক বছর আগে যদি কেউ আমাকে বলত তুমি ইউএস ওপেনের ফাইনালে সেরেনার বিপক্ষে খেলবে। তাহলে আমি তাদের পাগল মনে করতাম।’ এক বছর আগে ইউএস ওপেনের বাছাইপর্ব থেকেই বাদ পড়তে হয়েছিল বিয়াঙ্কাকে। আর তখনও র‌্যাংকিংয়ে ২০০ এর বাইরে ছিলেন তিনি। আর সেই বিয়াঙ্কায় কিনা নারী টেনিস জগতের উজ্জ্বল নক্ষত্র সেরেনাকে বিধ্বস্ত করে জিতলেন ইউএস ওপেন। প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথে বিয়াঙ্কার বাধা কেবল সেরেনা ছিলেন না। তার বাধা ছিল স্টেডিয়ামে সেরেনার সমর্থকরাও। প্রথম সেটে ৬-৩ ব্যবধান হেরে দ্বিতীয় সেটে যখন ৫-১ ব্যবধান এগিয়ে সেরেনা তখন সমর্থকরা শেরেনার জয়ধ্বনি মুখরিত। আর এই কঠিন সময়কেই নিজের শক্তি বানিয়ে ৭-৫ গেমে সেটটি জিতে নেন বিয়াঙ্কা। আর নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয় করে নেন। জয়ের পর দর্শকদের উদ্দেশ্যে বিয়াঙ্কা বলেন, ‘আমি জানি আপনারা সবাইক চাইছিলেন সেরেনা যেন জিতে যায়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট