চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আমরাও টেস্ট খেলতে পারি : জাজাই

৯ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৫ পূর্বাহ্ণ

সবে গত বছর টেস্ট ক্রিকেটে নিজেদের পথচলা শুরু করেছে আফগানিস্তান ক্রিকেট দল। ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে রীতিমতো নাস্তানাবুদ হয়েছিল দেশটি। কিন্তু ঘুরে দাঁড়ায় পরের ম্যাচেই এবং হারিয়ে দেয় আয়ারল্যান্ডকে। আর এবার তারা চেপে ধরেছে প্রায় দুই দশক ধরে টেস্ট ক্রিকেট খেলা বাংলাদেশ ক্রিকেট দলকেও। ম্যাচের শেষদিন অবিস্মরণীয় এক জয়ের জন্য মাত্র ৪ উইকেট পেলেই হবে আফগানদের। অন্যদিকে বাংলাদেশের করতে হবে আরও ২৬২ রান। এমতাবস্থায় সফরকারিদের জয় কেবল সময়ের ব্যাপারই বলা চলে। তাই তো চতুর্থ দিন শেষে উৎফুল্ল অবস্থায় সংবাদ মাধ্যমে কথা বলে গেলেন দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান আফসার জাজাই। ম্যাচে এগিয়ে থাকার বিষয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা এখন বেশ খুশি। কারণ ম্যাচে ভালো একটা অবস্থানে রয়েছি আমরা।’ ম্যাচে এগিয়ে থাকা নিয়ে জাজাই আরো বলেন, ‘সত্যি বললে এটা আমাদের জন্য অনেক বড় একটা বিষয়। মানুষ জানে যে আমরা সীমিত ওভারের ক্রিকেটে ভালো খেলি। টেস্ট ক্রিকেটে আমাদের কোনো অভিজ্ঞতাও নেই। আমরা ড্রেসিংরুমেও আলোচনা করেছি যে টেস্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমরা দেখাতে চেয়েছিলাম, আমরাও টেস্ট খেলতে পারি।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট