চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

‘বিশ্বকাপে সেরা হতে পারেন তামিম’

স্পোর্টস ডেস্ক

৬ মে, ২০১৯ | ১:০৭ পূর্বাহ্ণ

ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে গতকাল একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মানে নামবে। স্বাগতিক আয়ারল্যান্ড, বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে আয়োজিত সিরিজটির ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৭ মে। এরপর বিশ্বকাপ খেলার জন্য সেখান থেকে ইংল্যান্ড যাবে বাংলাদেশ দল। ক্রিকেটের এই মহাযজ্ঞকে সামনে রেখে নিজেদের চিন্তাভাবনা নিয়ে কথা বলেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি মনে করেন, ইংলিশ কন্ডিশনে ভালো কিছু করার জন্য বোলারদের বাড়তি দায়িত্ব নিতে হবে। আর পেসারদের মধ্যে মুস্তাফিজুর রহমানকে কাটারের পাশাপাশি বাড়তি বৈচিত্র্য আনার পরামর্শ দিয়েছেন টাইগার অধিনায়ক। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরে দলের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল ব্যাট হাতে অসাধারণ কিছু করবে বলেও বিশ্বাস করেন তিনি। মাশরাফি এবারের বিশ্বকাপে দলের ব্যাটিং বিভাগের অন্যতম তারকা তামিম ও বোলিংয়ে মুস্তাফিজকে নিয়ে আলাদা করে কথা বলেন। পাশাপাশি বিশ্বকাপে কোন কোন দলের ভালো করার সম্ভাবনা রয়েছে, এসব নিয়েও নিজের ভাবনার কথা জানান। তামিম প্রসঙ্গে তিনি বলেন, ‘যে ম্যাচিউরিটি নিয়ে তামিম এখন ক্রিকেট খেলছে, আমার মনে হয় ওর খুব ভালো সম্ভাবনা আছে। ২০১৫ সালের বিশ্বকাপটা ওর খুব একটা ভালো যায়নি, একটা ম্যাচে শুধু ৯৫ রান করেছে। তারপর থেকেই ও নিজের খেলাটা পরিবর্তন করেছে এবং অনেক বেশি ধারাবাহিক এখন। আমার বিশ্বাস যে সে শুধু বাংলাদেশের না, এবারের বিশ্বকাপে সেরা রান সংগ্রাহকদের তালিকা যদি করেন তাহলে তামিম সেখানে থাকবে বলে আমার বিশ্বাস।’ ইংলিশ কন্ডিশনে মুস্তাফিজের বোলিং নিয়েও কথা বলেন তিনি। ‘কন্ডিশনটা একটা বড় ব্যাপার। ওখানে কাটারটা এত বেশি কার্যকরী হবে না। যে ম্যাচগুলোতে ও কাটারের সাহায্য পাবে, নিঃসন্দেহে সেই ম্যাচগুলোতে ও অনেক বড় ভূমিকা পালন করবে। যেই ম্যাচগুলোতে ও কাটারের সাহায্য পাবে না, ওকে সেখানে অন্য কিছু নিয়ে কাজ করতে হবে।’ বিশ্বকাপের দলগুলো সর্ম্পকে মাশরাফি বলেন, এবার বিশ্বকাপে ইংল্যান্ড তো অবশ্যই সেরা, কারণ নিজেদের মাটিতে খেলবে তারা। অস্ট্রেলিয়া এখন খুব ভালো ফর্মে আছে। তাদের পেস বোলিং এ্যাটাকটা অনেক শক্ত। দক্ষিণ আফ্রিকা আছে, নিউজিল্যান্ড আছে। আর এশিয়া থেকে অবশ্যই ভারতের কথা বলব। যেহেতু ওদের দুইজন রিস্ট স্পিনার চাহাল আর কুলদীপ আছে। বোলিংয়ে এই দুজন অনেক বৈচিত্র্য এনেছে। আর ওদের ব্যাটিং তো সবসময়ই ভালো। এ ছাড়া পাকিস্তানেরও কিন্তু ইংল্যান্ডে রেকর্ড খুব ভালো। ওখানে গত চ্যাম্পিয়নস ট্রফিতে ওরা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। তাই এবার বেশ কয়েকটা ফেভারিট দল আছে। তবে আমাদেরও ভালো কিছু করার সামর্থ্য আছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট