চট্টগ্রাম রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

রেস্টুরেন্ট ওনার্স ব্যাটমিন্টন টুর্নামেন্ট শুরু

বিজ্ঞপ্তি

২৪ নভেম্বর, ২০২৩ | ১১:১৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে শুরু হয়েছে রেস্টুরেন্ট ওনার্স ব্যাটমিন্টন টুর্নামেন্ট। শুক্রবার (২৪ নভেম্বর) রাতে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার ফরচুন এরিনায় টুর্নামেন্টের উদ্বোধন হয়।

 

দ্যা সিগনেচারের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্ট উদ্বোধন করেন সাংবাদিক তপন চক্রবর্তী।

 

এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিদিন চট্টগ্রামের ভারপ্রাপ্ত ব্যুরো প্রধান মুহাম্মদ সেলিম, দৃষ্টি বাংলাদেশের মাসুদ বকুল। উপস্থিত ছিলেন সাবের শাহ, রুম্মান আহমেদ, সাঈফ হাসান, সাইমুন সাদাত প্রমুখ।

 

উদ্বোধনকালে তপন চক্রবর্তী বলেন, এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে তৈরি হবে ভ্রাতৃত্ববোধ। বৃদ্ধি পাবে নিষ্ঠা ও সহনশীলতা। এ ধরনের প্রতিযোগিতা মাদকমুক্ত বাংলাদেশ গড়ার ভূমিকা রাখবে। একটি উন্নত বাংলাদেশ গড়ার অভিপ্রায়ে সুস্থ, সবল ও কর্মঠ হিসেবে সমাজকে প্রস্তুত করতে তিনি এই ধরনের টুর্নামেন্ট নিয়মিত করারআহ্বান জানান।

 

টুর্নামেন্টে নগরীর ২০ অভিজাত রেস্টুরেন্টের ৩৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। প্রতিযোগীরা সিঙ্গেল এবং ডবল প্রতিযোগিতায় অংশ নেবেন।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট