চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চন্দনাইশে ৪৮তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

৮ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৫ পূর্বাহ্ণ

চন্দনাইশে ৪৮তম গ্রীষ্মকালীন মৌসুমী ক্রীড়া প্রতিযোগিতা গতকাল ৭ সেপ্টেম্বর সকালে শুরু হয়েছে। উপজেলার ৬টি কলেজ, ২৬ টি উচ্চ বিদ্যালয়, ১৬ টি মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে সাঁতার, কাবাডি, হ্যান্ডবল (বালক-বালিকা), ফুটবল (বালক-বালিকা) প্রতিযোগিতা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শুরু হয়। সাঁতার চন্দনাইশ উপজেলা পুকুর, কাবাডি কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠ, হ্যান্ডবল সুচিয়া আর কে উচ্চ বিদ্যালয়, ফুটবল বালক সুচিয়া আর কে উচ্চ বিদ্যালয়, বালিকা কাশেম মাহবুবু উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

কাল চন্দনাইশে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল শুরু: আগামীকাল ৯ সেপ্টেম্বর থেকে চন্দনাইশে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারি কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক এড. দেলোয়ার হোসেন, সহকারি শিক্ষা কর্মকর্তা এএসএম মনির উদ্দীন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়, চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী প্রমূখ। কাল ৯ সেপ্টেম্বর বিকালে গাছবাড়িয়া স্টেডিয়ামে চন্দনাইশ পৌরসভা ও দোহাজারী পৌরসভার মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট