চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জয় দেখছে আফগানিস্তান

৮ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩০ পূর্বাহ্ণ

সাগরিকায় আফগানিস্তানের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশের একমাত্র টেস্টের আরো দুই দিন বাকি। তৃতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ এখন সফরকারীদের হাতে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হাতে রেখে ৩৭৪ রানে এগিয়ে রয়েছে সফরকারীরা। এই অবস্থা থেকে আফগানিস্তানের পক্ষে বাজি ধরার লোকই পাওয়া যাবে বেশি। কেননা প্রায় দেড়শ বছরের টেস্ট ইতিহাসে ৩৭০ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে মাত্র ৭টি। যে কারণে ম্যাচের দ্বিতীয় ইনিংসে অসাধ্যই সাধন করতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের। তবে এখনই জয়ের ব্যাপারে ভাবতে রাজি নন আফগান ওপেনার ইব্রাহিম জাদরান। ম্যাচে এখন আফগানিস্তান এগিয়ে মেনে নিয়ে ইব্রাহিম বলেন, ‘আমরা এখন জয়ের ব্যাপারে ৭০ ভাগ আশাবাদী।’ নিজের অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ২১ রান করলেও, দেখিয়েছিলেন টেম্পারমেন্টের পরিচয়। আর দ্বিতীয় ইনিংসে তো খেললেন ২০৮ বলে ৬ চার ও ৪ ছয়ের মারে ৮৭ রানের অসাধারণ এক ইনিংস। এত ভালো খেলার পেছনে কারণ হিসেবে তিনি জানান, ‘এক মাস আগে (এ দলের হয়ে) বাংলাদেশে খেলার কারণে এখানকার কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা ছিল। যে কারণে আমি ভালো খেলেছি।’ এরই মধ্যে আফগানদের লিড দাঁড়িয়েছে ৩৭৪ রানের। চতুর্থ দিন সকালে এটিকে ৪০০’র বেশিতে পরিণত করার কথা জানালেন ইব্রাহিম, ‘আমাদের লক্ষ্য এখন ৪০০-র বেশি রানের লিড দাঁড় করানো। এখন আমরা ৩০-৪০ রান (২৬ রান বাকি) দূরে আছি। আশা করি এটা বাংলাদেশের জন্য তাড়া করা সহজ হবে না।’ বাংলাদেশে আসার আগে প্রস্তুতি সন্তোষজনক থাকায়, এ টেস্ট ম্যাচে ভালো করার ব্যাপারে আশাবাদী ছিলো আফগানরা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট