চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পাকিস্তানের লেগ স্পিনার আবদুল কাদির আর নেই

পূর্বকোণ ডেস্ক

৭ সেপ্টেম্বর, ২০১৯ | ২:২০ পূর্বাহ্ণ

পাকিস্তানের সাবেক লেগ স্পিনার আবদুল কাদির খান (৬৩) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার লাহোরে তাঁর মৃত্যু হয়। কাদিরের মৃত্যুর বিষয়টি ডন অনলাইনকে নিশ্চিত করেন তাঁর ছেলে সালমান কাদির। সালমান বলেন, হৃদরোগে আক্রান্ত হলে তাঁর বাবাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। আবদুল কাদির খান পাকিস্তানের হয়ে ৬৭টি টেস্ট ও ১০৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ

 

খেলেছেন। খেলোয়াড়ি জীবনে বিশেষ স্টাইলে বোলিং করতেন বলে ড্যান্সিং বোলার হিসেবে পরিচিতি পান তিনি। কাদির খানের টেস্ট অভিষেক হয় ১৪ ডিসেম্বর ১৯৭৭ সালে লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে। আর একদিনের আন্তর্জাতিক ম্যাচে তাঁর অভিষেক হয় ১১ জুন ১৯৯৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট