চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সাকিবের সেই ভক্তের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বিসিবি

অনলাইন ডেস্ক

৬ সেপ্টেম্বর, ২০১৯ | ৬:১৯ অপরাহ্ণ

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নিরাপত্তা বেষ্টনি টপকে মাঠে ঢুকে সাকিব আল হাসানকে ফুল দেওয়া সেই ভক্তের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি’র নিরাপত্তা বিভাগের প্রধান মেজর (অব:) হোসেন ইমাম। তিনি জানিয়েছেন, ‘ওই ভক্তের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি। অনতিবিলম্বে আমরা পাহাড়তলি থানায় তার নামে মামলা করব।’

সাকিব ভক্তের কাণ্ড!

খেলার মাঠে বল হাতে প্রস্তুত সাকিব। অন্য প্রান্তে প্রস্তুত ব্যাটসম্যান। এর মধ্যে ঘটল ব্যত্যয়। মাঠে নেমে এলেন এক দর্শক। ছুটে গেলেন মাঠের মাঝে সাকিবের দিকে। স্যালুট দিয়ে নাটকীয় ভাবে বাড়িয়ে দিলেন হাতে থাকা ফুল। এরপর ইচ্ছা প্রকাশ করলেন জড়িয়ে ধরার। প্রশ্ন জাগল মাঠের নিরাপত্তা নিয়ে।

দ্বিতীয় দিনের সাকিবের প্রথম ওভার ছিল এটি। ওভারের চতুর্থ বল করার আগেই ঘটল ওই ঘটনা। মাঠ থেকে এক দর্শক ছুটে আসল এক দর্শক। ফুল হাতে হাঁটুগেড়ে ফুলবাড়িয়ে ধরলেন দর্শক। প্রথমে একটু বিব্রত হলেও পরে সাকিব গ্রহণ করলেন উপহার। এরপরই ঘটল আসল বিপত্তি। ওই দর্শক এগিয়ে গিয়ে জড়িয়ে ধরতে চাইছিলেন। কিংকর্তব্যবিমুঢ় সাকিব যেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। সাকিব স্বাভাবিকভাবেই চাইছিলেন এড়াতে। হাত দিয়ে ওই দর্শককে বিরত হতে বললেন তিনবার। তখনও দেখা নেই মাঠের কোনো নিরাপত্তাকর্মীর।

একটু পর দেখা গেল একজন নিরাপত্তাকর্মীকে ছুটে আসতে। ততক্ষণে ওই দর্শকের বারংবার অনুরোধে সাকিব তাকে জড়িয়ে ধরেছেন কিছুক্ষণের জন্য। এরপর আরও ২-৩ জন নিরাপত্তাকর্মী এলেন। ওই দর্শককে টেনে নিয়ে গেলেন মাঠের বাইরে।

 

পূর্বকোণ/আল-আমিন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট