চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

টেস্টে আফগান ইতিহাসে প্রথম সেঞ্চুরিয়ান রহমত

স্পোর্টস ডেস্ক

৬ সেপ্টেম্বর, ২০১৯ | ১:২৩ পূর্বাহ্ণ

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে মাঠে নেমেছে নবাগত টিম আফগানিস্তান। আর এ ম্যাচে একের পর এক রেকর্ড করছেন আফগানরা। আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসাবে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করলেন রহমত শাহ। গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করে প্রথম দিন ১০২ রান করে আউট হন রহমত শাহ। সকালবেলা ওপেনিং জুটি ভাঙার পর নেমেছিলেন রহমত শাহ। প্রথম ও দ্বিতীয় সেশন দারুণভাবে পার করেন তিনি। দ্বিতীয় সেশন শেষে ব্যক্তিগত ৯৭ রানে অপরাজিত ছিলেন রহমত। তৃতীয় সেশনের শুরুতেই সেঞ্চুরি পূরণ করেন তিনি। তবে, সেঞ্চুরি করার পর তিনি বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ১৯৭ রানে নাঈম হাসানের বলে স্লিপে সৌম্যর হাতে ক্যাচ দিয়ে ফেরেন রহমত। একই ওভারে মোহাম্মদ নবীকে বোল্ড করেন নাঈম।

প্রথম সেশনে তিনটি উইকেট নিইয়ে বিরতিতে যায় দল। দ্বিতীয় সেশনে সাকিব-মিরাজ-তাইজুলদের সাবধানে ছিল সামলান রহমত শাহ ও আসগার আফগান। প্রথম সেশন শেষে আফগানিস্তানের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৭৭ রান। দ্বিতীয় সেশন শেষে নাঈম হাসান রহমাত শাহ ও মোহাম্মদ নাবী কে ফিরিয়ে আফগানদের কিছুটা টেনে ধরে। ব্যাট করছেন আসগর আফগান ও আফসার জাজাই। সফরকারীদের স্কোর ৫ উইকেটে ২৫৫ রান। এখন তৃতীয় সেশনের খেলা চলছে। প্রথম সেশনে খেলা হয়েছিল ৩২.৪ ওভার। দ্বিতীয় সেশনে খেলা হয়েছে ৩৫.২ ওভার। ২০০০ সালে মর্যাদা পাওয়ার পর এ পর্যন্ত ১১৪টি টেস্ট খেলেছে বাংলাদেশ দল। যার মধ্যে জিতেছে ১৩টি। জয়ী হওয়া ম্যাচগুলোর শেষ ছয়টি এসেছে ২০১৬ সালের পর। পরাজিত হয়েছে ৮৫ টেস্টে, ড্র করেছে ১৬টি। ড্র হওয়ার অধিকাংশই এসেছে বৃষ্টির কল্যাণে। গত বছর মর্যাদা পাওয়ার পর আফগানিস্তান মাত্র দুইটি টেস্ট খেলেছে। অভিষেক টেস্টে ভারতের কাছে পরাজিত হয়েছে ইনিংস ও ২৬৫ রানে। দ্বিতীয় ম্যাচটি জিতেছে ৭ উইকেটে আয়ারল্যান্ডের বিপক্ষে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট