চট্টগ্রাম শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

বিশ্বকাপের প্রাইজমানি কত, জানালো আইসিসি

অনলাইন ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:৩৪ অপরাহ্ণ

ভারতে আগামী অক্টোবরে হতে যাওয়া বিশ্বকাপে সব মিলিয়ে ১ কোটি মার্কিন ডলার দেওয়া হবে অংশগ্রহণকারী দলগুলোকে।

শুক্রবার বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। এবারের বিশ্বকাপের ১০টি দল গ্রুপপর্বে একে অপরের বিপক্ষে খেলবে। সেখান থেকে টেবিলের শীর্ষে থাকা সাপেক্ষে ৪টি দল যাবে সেমিফাইনালে।

গ্রপপর্বে প্রতিটি জয়ের জন্য একটি দল পাবে ৪০ হাজার মার্কিন ডলার। গ্রুপপর্ব শেষে যাদের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হবে, তারা পাবে এক লাখ মার্কিন ডলার করে। সেমিফাইনাল থেকে বিদায় নেয়া দুই দল পাবে ৮ লাখ মার্কিন ডলার করে।

আগামী বছর অনুষ্ঠিত হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ওই ইভেন্টের জন্যও সমান প্রাইজমানি বরাদ্দ রাখছে আইসিসি। পুরুষ ও নারীদের ইভেন্টে সমান প্রাইজমানি করার ঘোষণা গত জুলাইয়ে দিয়েছিল সংস্থাটি।

পূর্বকোণ/ইসমাইল/পারভেজ

শেয়ার করুন