চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

কিংস কাপ সেপাক টাকরো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ব্রোঞ্জ পদক

৫ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫৪ পূর্বাহ্ণ

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ৩৪তম কিংসকাপ সেপাক টাকরো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে দলগত ইভেন্টে ব্রোঞ্জ পদক লাভ করেছে বাংলাদেশ। কে.এন. হারবার কনসোর্টিয়াম এর আর্থিক পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্টে অংশগ্রহণকারি বাংলাদেশ দল টিম ইভেন্টে প্রথম খেলায় ইরাককে ৩-০ সেটে হারিয়ে অস্ট্রেলিয়ার কাছে ২-১ সেটে পরাজিত হয়। তৃতীয় খেলায় ওমানকে ২-১ সেটে ও ৪র্থ খেলায় শ্রীলঙ্কাকে ৩-০ সেটে সহজে পরাজিত করে টিম ইভেন্টে গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে ওঠে।

সেমিফাইনালে ইরানের সাথে ২-০ সেটে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক অর্জন করে। টিম ইভেন্টে ইরান স্বর্ণ ও কম্বোডিয়া রৌপ্য পদক পায়। এ ছাড়া ডাবল ইভেন্টে অস্ট্রেলিয়ার কাছে ২-০ সেটে হারলেও দ্বিতীয় খেলায় বাংলাদেশ ২-০ সেটে জার্মানীকে পরাজিত করে। শেষ ম্যাচে জার্মানী অস্ট্রেলিয়াকে ২-১ সেটে পরাজিত করলে তিন দলের পয়েন্ট সমান হয়। সেটের ব্যবধানে অস্ট্রেলিয়া গ্রুপ চ্যাম্পিয়ন ও বাংলাদেশ গ্রুপ রানার্স আপ। রেগু ইভেন্টের প্রথম খেলায় ভারতের কাছে ২-০ সেটে হেরে দ্বিতীয় খেলায় পাকিস্তানকে ২-০ সেটে পরাজিত করে। এই সেপাক টাকরো দলের ম্যানেজার নিজাম উদ্দিন আহমেদ, কোচ মো. লুৎফুল করিম এবং মো. সাইফুল্ল্যাহ মুনির রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সভাপতি কাজী রাজীব উদ্দিন চপল ও সাধারণ সম্পাদক মো. ফারুক ঢালী, সিটি কর্পোরেশন আ জ ম নাছির উদ্দিন, কে.এন. হারবার কনসোর্টিয়াম এর চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী মুশতাক, ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহমুদ চৌধুরী এ সাফল্যে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট