চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বাংলাদেশকে এগিয়ে রাখলেন রশিদ খান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে

স্পোর্টস ডেস্ক

৫ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫৪ পূর্বাহ্ণ

সীমিত পরিসরের ক্রিকেটে গত কয়েক বছরে দুই দল হয়ে উঠেছে একে অন্যের প্রবল প্রতিপক্ষ। বাংলাদেশ ও আফগানিস্তান এবার মুখোমুখি হচ্ছে টেস্ট ক্রিকেটে, প্রথমবারের মতো। চট্টগ্রাম টেস্টের আগে আফগান অধিনায়ক রশিদ খান বলছেন, দুই দলের খেলোয়াড়রা পরস্পরকে ভালোভাবে জানে বলে টেস্টেও দারুণ লড়াই হবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। আফগানরা এখন পর্যন্ত টেস্ট খেলেছে মাত্র দুটি। গত বছর নিজেদের অভিষেক টেস্টে ভারতের কাছে তারা দুই দিনেই হেরেছিল ইনিংস ব্যবধানে। তবে এ বছরের মার্চে দ্বিতীয় টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে তুলে নেয় দারুণ এক জয়। আবার টেস্ট খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত তারা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে রশিদ খান বলেছেন, ‘আমরা সত্যিই রোমাঞ্চিত। টেস্ট খেলা সব সময়ই অনেক গর্বের। আমরা ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছি, কখনোই আমরা প্রতিপক্ষ নিয়ে ভাবিনি। আমরা সব সময় খেলায় মনোযোগ দিয়েছি। এটা অন্যান্য ফরম্যাটের চেয়ে আলাদা। এটা পুরোপুরি ভিন্ন একটা ফরম্যাট। ম্যাচ নিয়ে আমরা সত্যিই রোমাঞ্চিত এবং আমরা আমাদের শতভাগ দেওয়ার চেষ্টা করব।’ ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই মনে করেন রশিদ, ‘আমরা পরস্পরকে জানি। বাংলাদেশ ও আমরা অনেক ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছি। আমরা ওদের ব্যাটসম্যান, বোলারদের সম্পর্কে জানি। ওরাও আমাদের সম্পর্কে জানে। এটা তাই দারুণ এক লড়াই হবে।

আমরা আমাদের শতভাগ দেওয়ার চেষ্টা করব এবং ম্যাচ উপভোগ করব।’ তবে বাংলাদেশ যে তাদের চেয়ে এগিয়ে থাকবে, সেটা স্বীকার করে নিয়েছেন এই লেগ স্পিনার, ‘অবশ্যই বাংলাদেশ আমাদের চেয়ে অনেক এগিয়ে থাকবে। ওরা দেড়শর বেশি টেস্ট ম্যাচ খেলেছে। এই ফরম্যাটটা আমাদের জন্য নতুন। তবে অবশ্যই আমাদের প্রতিভা ও স্কিল আছে। আমাদের শুধু ইতিবাচক ক্রিকেট খেলা নিশ্চিত করতে হবে।’ বাংলাদেশকে এগিয়ে রাখলেও জয়ের জন্যই মাঠে নামতে চান রশিদ, ‘জয়ের জন্যই আমরা এখানে এসেছি। সবারই লক্ষ্য থাকে ম্যাচ জেতা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট