চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

তামিম ছাড়া মাঠে নামবে বাংলাদেশ

১৩ জুন, ২০২৩ | ১১:২২ অপরাহ্ণ

শঙ্কা ছিলো আগেই। অবশেষে সেই শঙ্কাই সত্যে পরিণত হলো। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলা হচ্ছে না তামিম ইকবালের।

 

আগামীকাল বুধবার (১৪ জুন) সকাল ১০টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে।

 

চোটের কারণে এই টেস্টে আগে থেকেই নেই অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস।

 

ঢাকা টেস্ট শুরুর ঠিক আগের দিন জানা গেলো দেশ সেরা ওপেনার তামিম ইকবালও খেলতে পারবেন না। দীর্ঘদিন ধরে পিঠের ব্যথায় ভোগা তামিমকে দেখে খেলার অনুমতি দেননি টিম ম্যানেজমেন্ট। টেস্টে খেললে হয়তো আফগানদের সাথে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে তার সার্ভিস পাওয়া যাবে না।

 

শুধু তাই নয়, সেপ্টেম্বরে পাকিস্তানে এশিয়া কাপ। অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে তামিমকে খেলার অনুমতি দেয়নি ম্যানেজমেন্ট।

 

তামিমের পরিবর্তে আফগান টেস্টে ওপেনিংয়ে জাকির হাসানের সঙ্গে ইনিংস শুরু করতে পারেন মাহমুদুল হাসান জয়।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন