চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নকল করতে গিয়ে

৫ মে, ২০১৯ | ১:৫৬ পূর্বাহ্ণ

অসাধারণ এক রেকর্ড গড়ে গিনেজ বুকে নাম তুলেছিলেন তিনি। অন্য গুণও তার আছে। ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে বিসিসিআইয়ের নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদ- তিনি সবার গলা নকল করতে পারেন। যে কারও সঙ্গে কিছুদিন সময় কাটালেই তার গলার হুবহু স্বর নকল করা শিখে নিতে পারেন তিনি। এই প্রতিভাকে তিনি খারাপভাবে কাজে লাগিয়ে বড়সড় জালিয়াতি করেছেন। এই জালিয়াতের নাম বুদামারু নাগারাজু। শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মহেন্দ্র সিং ধোনির নাম ব্যবহার করে এবং তাদের গলার স্বর নকল করে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছিলেন নাগারাজু। খুব বেশিদিন অবশ্য এমন দুষ্কর্ম চালিয়ে যেতে পারেননি। ইতিমধ্যে বিজয়াওয়াড়া সিটি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আর্থিক জালিয়াতির অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি ঠকবাজির মামলাও করা হচ্ছে। -ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট