চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ত্রিদেশীয় সিরিজে কঠিন পরীক্ষা বাংলাদেশের

আয়ারল্যান্ডে টাইগারদের স্বস্তি, অস্বস্তি

স্পোর্টস ডেস্ক

৫ মে, ২০১৯ | ১:৫৬ পূর্বাহ্ণ

আয়ারল্যান্ডের ডাবলিনে বাংলাদেশ দলের অনুশীলনে দুই বিশেষজ্ঞ পেসার রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান পুরোদমে বোলিং শুরু করেছেন। বাংলাদেশ দলের প্রধান নির্বাচক ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। মুস্তাফিজুর রহমান ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালীন গোড়ালিতে ব্যথা পেয়েছিলেন তিনি। পুরো ফিট না থাকলেও আয়ারল্যান্ড ও বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয় এই বাঁহাতি পেসারকে। আরেক পেসার রুবেল ডিপিএল খেলার সময় সাইড স্ট্রেইনের ইনজুরির শিকার হয়েছিলেন। আয়ারল্যান্ডে বাংলাদেশ দলের অনুশীলনে দু’জনই বোলিং করেছেন। বিশ্বকাপে বাংলাদেশ দলের অন্যতম দুই অস্ত্র সম্পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ায় স্বস্তিতে আছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। নান্নু বলেন, ‘দলের সবাই সুস্থ আছে। প্রথম পূর্ণ সেশনের অনুশীলন হয়েছে। গতকালও অনুশীলন হয়েছে। আজ প্রস্তুতি ম্যাচ। আশা করি এর মাঝে সবাই কিছুটা থিতু হয়ে যাবে।’ ক্রিকেটাদের আবার টিম হোটেল থেকে অন্তত দেড় থেকে সোয়া ঘণ্টা ভ্রমণ করে অনুশীলনে যেতে হচ্ছে। টাইগারদের অনুশীলনের ভেন্যু পেমব্রুক ক্রিকেট ক্লাব মাঠ হাতের কাছের দূরত্ব নয়। আবার ত্রিদেশীয় সিরিজের দুই ভেন্যু মালাহাইড ক্রিকেট ক্লাব ও ক্লনটার্ফ গ্রাউন্ডে অনুশীলনের সুযোগ হয়নি মাশরাফিদের। আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের মিশন। উইন্ডিজের সাথে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের যাত্রা। টাইগারদের বর্তমান পারফরম্যান্সে সিরিজের ফাইনালে ওঠাটা সম্ভব বলেই মনে হচ্ছে। তবে চোখ রাঙাচ্ছে আয়ারল্যান্ড আর উইন্ডিজের বিধ্বংসী পেসাররা। খাতা কলমে বাংলাদেশ বেশ এগিয়ে আছে আয়ারল্যান্ডের থেকে। তবে নিজেদের ডেরায় যে আয়ারল্যান্ড এক চুল ছাড়ও দিবে না তা নিয়ে সংশয় থাকা প্রশ্নই আসে না। গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে আইরিশরা হেরে গেলেও তাদের লড়াকু মনোভাব সবার প্রশংসা কুড়িয়েছে। বাংলাদেশের ব্যাটসম্যানদের বেশ জোরালো পরীক্ষায় নিবে জশ লিটিল, টিম মার্টাগ আর কেভিন ও ব্র্যায়ানদের নিয়ে গড়া আইরিশ পেস বোলিং লাইন আপ। ত্রিদেশীয় সিরিজে আইরিশদের সাথে বাংলাদেশের রয়েছে কমপক্ষে দু’টি ম্যাচ। ফাইনালে ওঠার লড়াই স্বাগতিক আইরিশরাই হয়ে উঠতে পারে বাংলাদেশের সব থেকে ভয়ংকর প্রতিপক্ষ।
আর অপরিচিত পেস বান্ধব পিচে মানিয়ে নেয়াটাই টাইগার ব্যাটসম্যানদের সব থেকে বড় চ্যালেঞ্জ হবে। তবে টাইগাররা আত্মবিশ্বাসী ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলা নিয়ে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট