চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফ্রি কিকে ৩ মিটার চুরি করেছেন মেসি !

স্পোর্টস ডেস্ক

৫ মে, ২০১৯ | ১:৫৬ পূর্বাহ্ণ

লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির ফ্রি কিকের সেই দুর্দান্ত গোল সবাইকে বিস্মিত করেছিল। ৩৫ গজ দূর থেকে তার ফ্রি কিক গোলটি ছিল অসাধারণ। যে গোলটি করার পর লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লুপও বিস্ময়ের হাসি হাসতে বাধ্য হয়েছেন। তবে সেই ফ্রি কিকের শট নেওয়ার আগে মেসি ৩ মিটার চুরি করেছেন বলে অভিযোগ উঠেছে। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে লুইস সুয়ারেজের এক গোলের সঙ্গে দুটি গোল পেয়েছিলেন মেসি। ম্যাচের শেষ সময়ে মেসিকে ফাউল করেছিলেন লিভারপুলের ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার ফাবিনহো। মেসি সেই ফ্রি কিক নিয়েছেন সেখান থেকে ৩ মিটার দূরত্ব কমিয়ে এনে। ফুটবলে সাধারণত ফ্রি কিকের সময় বল বসাতে গিয়ে ফুটবলাররা একটু এদিক-সেদিক করার চেষ্টা সব সময়ই করে। তবে বেশির ভাগ সময়ই রেফারি এগিয়ে এসে বল বসানোর স্পটটা দেখিয়ে দেন। কিন্তু বুধবার ফাউলের বাঁশি বাজানোর পরই যেন মেসিকে জায়গা ঠিক করে দিতে ভুলে যান রেফারি বিজর্ন ক্রিপার্স। ন্যু ক্যাম্পে দর্শকদের উত্তেজনা আর চেচামেচিতে মেসি কৌশলে পোস্টের দিকে ৩ মিটার দূরত্ব কমিয়ে নিজের পছন্দের জায়গায় বল বসান। মানব দেওয়াল তৈরিতে ব্যস্ত থাকায় সেটা খেয়াল করেনি লিভারপুলের খেলোয়াড়রাও। ফ্রি-কিক থেকে বাঁ-পায়ের বাঁকানো শটটি লিভারপুলের মানব দেয়ালের ওপর দিয়ে বাতাসে দোল খেতে খেতে পোস্টের ডান কর্নার ঘেঁষে ঢুকে যায় লিভারপুলের জালে। লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসনের করার কিছুই ছিল না। পরে টিভি রিপ্লেতে মেসির বল সরিয়ে নেওয়ার দৃশ্য ধরা পড়ে। এ গোলের মধ্য দিয়ে বার্সেলোনার হয়ে ৬০০ গোলের মাইলফলক স্পর্শ করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট