চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

এখনই কোচিংয়ে আসতে চান না সৌরভ

ক্রীড়া প্রতিবেদক

২৫ আগস্ট, ২০১৯ | ১১:৩১ অপরাহ্ণ

দ্বিতীয় মেয়াদে ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব পেয়েছেন রবি শাস্ত্রী। তাঁর এই দায়িত্ব পাওয়ার নিয়ে মুখ খুললেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। উপদেষ্টা কমিটির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি। সে সঙ্গে ভারতীয় দলের কোচিং করানোর ইচ্ছেও প্রকাশ করলেন দেশটির অন্যতম সফল এই অধিনায়ক। দ্বিতীয় মেয়াদে আরো দুই বছরের জন্য ভারতীয় দলের কোচের দায়িত্ব পেয়েছেন রবি শাস্ত্রী। কপিল দেবে নেতৃত্বাধীন ক্রিকেট উপদেষ্টা কমিটি ২০২১ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে বহাল রেখেছে রবি শাস্ত্রীকে। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘আমি মনে করি উপদেষ্টা কমিটি ঠিক সিদ্ধান্ত নিয়েছে। রবি শাস্ত্রীকে আরো দুই বছরের জন্য কোচ হিসেবে নিয়োগ দিয়ে। তিনি ভালো কাজ করছেন।’ রবি শাস্ত্রীর প্রশংসা করে সৌরভ আরো বলেন, ‘শাস্ত্রীকে শুভেচ্ছা জানাই, আশা করি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দল ভালো করবে।’ স্থানীয়রাই ভারতীয় দলের কোচ হোক এমনটা চাওয়া সৌরভের, ‘আমি ভারতীয় কোচদের বড় সমর্থক। এতে যোগাযোগটা ভালো হয়। তারা খেলোয়াড়দের মানসিক অবস্থা ভালো বুঝতে পারে। আমি বলছি না বিদেশি কোচরা আলাদা। তবে ২০০০ সালে আমাদের বিদেশি কোচের প্রয়োজন ছিল তরুণ ক্রিকেটারদের গাইড করতে। তবে আমি এটা দেখে খুবই খুশি যে আমাদের দেশের কোচদের প্রাধান্য দেওয়া হয়েছে কোচ নিয়োগের ক্ষেত্রে। কারণ দেশীয় কোচরা অনেক বেশি সচেষ্ট থাকেন।’ ভবিষ্যতে কি ভারতীয় দলের কোচ হিসেবে তাকে দেখা যাবে- এমন প্রশ্নে সৌরভ বলেন, ‘আমি অবশ্যই চাই কোচিং করাতে, তবে এখনই নয়। আরো কিছু সময় যাক। তার পরই আমি কোচ পদের জন্য নিজের কথা ভাবব।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট