চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

নেইমারকে রিয়ালে চান রামোস

ক্রীড়া প্রতিবেদক

২৫ আগস্ট, ২০১৯ | ১১:৪৮ অপরাহ্ণ

ইউরোপিয়ান ক্লাব ফুটবলে নতুন মৌসুম শুরু হয়ে গেছে সপ্তাহদুয়েক ধরে। এরই মধ্যে মাঠের খেলায় মন দিয়েছে দলগুলো। কিন্তু পুরোপুরিভাবে মাঠে মনোনিবেশ করতে পারছে না তিনটি দল- প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। এর কারণ একজন মাত্র ফুটবলার, ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। চলতি মৌসুমের দলবদলের সময় বাকি আর সপ্তাহখানেক। আগস্ট মাসের শেষদিনের মধ্যেই নিজেদের দল গুছিয়ে নিতে হবে সবাইকে। আর সে লক্ষ্যেই পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমারকে দলে চায় স্পেনের দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। কিন্তু কিছুতেই বনিবনা হচ্ছে না পিএসজির সঙ্গে। এরই মাঝে নেইমারকে ব্যক্তিগতভাবে সন্তুষ্ট করার জন্য কথার লড়াইয়ে নেমেছেন দুই দলের খেলোয়াড়রা। আগেই বার্সেলোনায় খেলায়, ক্লাবটির শীর্ষ খেলোয়াড় লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের সঙ্গে সখ্যতা রয়েছে নেইমারের। তারা প্রায়ই নানান উৎসাহব্যঞ্জক মন্তব্য করে নেইমারের মন গলানোর চেষ্টা করছেন। এবার যেনো এতে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোসও। নেইমারের জন্য এরই মধ্যে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে রিয়াল। এছাড়া দুই ক্লাবের মধ্যে কথাবার্তাও এগুচ্ছে ইতিবাচকভাবেই। এরই মধ্যে রামোসের প্রশংসাবাক্য কাজ করতে পারে প্রভাবক হিসেবে। শনিবার রাতে রিয়াল ভায়াদোয়িদের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর সংবাদ মাধ্যমে কথা বলতে আসেন রামোস। রীতিমতো প্রশ্ন শুনতে হয় নেইমারের ব্যাপারেও। ব্রাজিলিয়ান এ তারকা সম্পর্কে রিয়াল অধিনায়কের মূল্যায়ন হলো, ‘নেইমার উঁচুমানের খেলোয়াড়। বর্তমান বিশ্বের সেরা তিনজন খেলোয়াড়ের একজন হলেন তিনি।’ যদিও ফিফার দ্য বেস্ট পুরষ্কার রামোসের পক্ষে সাক্ষী দিচ্ছে না। কারণ বর্ষসেরা খেলোয়াড় হিসেবে ফিফার দ্য বেস্টের সংক্ষিপ্ত তালিকার সেরা দশেও ছিলেন না নেইমার। বার্সেলোনায় থাকাকালীন একবার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে জায়গা পেয়েছিলেন সেরা তিনে। এরপর পিএসজিতে নাম লিখিয়ে ইনজুরি আর অনিয়মে বারবার পিছিয়েছেন এ ব্রাজিলিয়ান সুপারস্টার। এদিকে নেইমারের প্রশংসা করলেও, খেলার মধ্যে দলবদলের বিষয়ে কথা বলতে আগ্রহবোধ করেন না বলেই জানান রামোস। তার ভাষ্যে, ‘কাকে দলে নেয়া হলো বা কাকে ছাড়া হলো এসব বিষয়ে আলোচনা করাটা আসলে রিয়াল মাদ্রিদের জন্যই অপমানজনক। এসব কথা প্রতি মৌসুমেই হয়ে থাকে, বিশেষ করে দলবদলের মৌসুমে বেড়ে যায় অনেক। আমাদের খেলোয়াড়দের এসময় নিজেরদের ঠান্ডা রাখতে হবে।’ শুধু খেলোয়াড়দের পরামর্শ দিয়েই থামেননি রিয়াল অধিনায়ক। শেষপর্যন্ত নেইমারকে দলে না পেলে পরিকল্পনা কী হবে তাও ভেবে রেখেছেন রামোস। তিনি বলেন, ‘আমাদের দলে যারা আছে তাদের নিয়েই এগুতে হবে। দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গ্যারেথ বেল, হামেস রদ্রিগেজের মতো খেলোয়াড়দের পুনরায় সেরা ছন্দে আনতে হবে।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট