চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

আশরাফুলের রেকর্ড ভেঙে লিটনের দ্রুততম ফিফটি

স্পোর্টস ডেস্ক

২৯ মার্চ, ২০২৩ | ৪:৫১ অপরাহ্ণ

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও ঝড় তুলেছেন লিটন। অপ্রতিরোধ্য লিটন শুরু থেকেই মারমুখি স্টাইলে ব্যাটিং করতে থাকেন। তাতে দেশের হয়ে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ডও ভেঙেছেন। ১৮ বলে তুলে নেন অর্ধশতক। এরপর উইকেটের আরেক প্রান্তে থাকা রনি তালুকদারকে গিয়ে জড়িয়ে ধরলেন। তার এই ফিফটির মাহাত্ম্যও আলাদা। কারণ বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি এখন তার।

 

২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কেবল ২০ বলে সেঞ্চুরি করেছিলেন মোহাম্মদ আশরাফুল। সেটিকে ছাপিয়ে এখন লিটনই সবচেয়ে দ্রুততম, আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই রেকর্ড গড়েছেন তিনি। এর আগে ভারতের বিপক্ষে ২১ বলে হাফ সেঞ্চুরি ছিল তার সবচেয়ে দ্রুততম।

 

লিটন পঞ্চাশ পূর্ণ করতে খেলেন ৫ চার ও ৩ ছয়। এছাড়া রনি তালুকদারকে নিয়ে জুটির রেকর্ডও গড়েছেন তিনি। টি-টোয়েন্টিতে বাংলাদেশ পেয়েছে নিজেদের সেরা জুটি এখন তাদের।

 

নবম ওভারে আউট হওয়ার আগে ১২৪ রান যোগ করে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে আগের সেরা জুটি ছিল ১০২ রানের। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে গড়েছিলেন মোহাম্মদ নাইম শেখ ও সৌম্য সরকার।

পূর্বকোণ/জেইউ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট