চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হাসান তাণ্ডবে ১০১ রানে গুটিয়ে গেল আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক

২৩ মার্চ, ২০২৩ | ৫:০২ অপরাহ্ণ

আগের ম্যাচ ‍বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও আশা নিয়ে আজকের ম্যাচে মাঠে নামে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সকাল থেকে রোদ-বৃষ্টির খেলা। এই পিচ ঢাকা হয় তো খানিক বাদেই খোলা। এমন কন্ডিশনেও টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বার্লবির্নি। 

 

টস জিতে শুরুতে বযাটিং করতে নেমে ন২৮ ওভার ১ বলে ১০১ রান তোলে অলআউট হয় আয়ারল্যান্ড। যেখানে সর্বোচ্চ ৩৬ রান এসেছে ক্যাম্পারের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ৩২ রানে ৫ উইকেট শিকার করে দিনের সেরা বোলার হাসান। এটি তার ক্যারিয়ারেরও সেরা বোলিং ফিগার। তাছাড়া ৩টি উইকেট পেয়েছেন তাসকিন। 

 

ইনিংস ওপেন করতে নেমে শুরু থেকেই বাংলাদেশি পেসারদের তোপের মুখে পড়ে দুই আইরিশ ওপেনার স্টিফেন ডোহেনি ও পল স্টার্লিং। পেস বান্ধব কন্ডিশনে যেটুকু বাড়তি সুবিধা নেয়া যায়, তার সবটুকুই নিয়েছেন তাসকিন আহমেদ-হাসান মাহমুদরা। 

 

ক্যারিয়ারের অষ্টম ম্যাচে প্রথমবার ৫ উইকেট পেলেন হাসান। ওয়ানডেতে ৫ উইকেট নেওয়া বাংলাদেশের নবম পেসার তিনি। সবশেষ গত বছরের ২৩ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেট পেয়েছিলেন তাসকিন আহমেদ। 

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট